Ajker Patrika

দিনের ছবি (১৮ নভেম্বর, ২০২৫)

তিস্তার চরের গ্রামাঞ্চলে মৃত্যু সংবাদ থেকে শুরু করে যেকোনো ঘোষণা-প্রচারণা নির্ভর করে বাইসাইকেল–মাইকের ওপর। বালুকাময় বিস্তীর্ণ চর এলাকায় ইঞ্জিনচালিত যান চলাচল কঠিন হওয়ায় গ্রামবাসীর যোগাযোগ ও তথ্য পৌঁছে দেওয়ার একমাত্র ভরসা হয়ে আছে এই ঐতিহ্যবাহী প্রচারপদ্ধতি। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুর থেকে তোলা। ছবি: আব্দুর রহিম পায়েল
তিস্তার চরের গ্রামাঞ্চলে মৃত্যু সংবাদ থেকে শুরু করে যেকোনো ঘোষণা-প্রচারণা নির্ভর করে বাইসাইকেল–মাইকের ওপর। বালুকাময় বিস্তীর্ণ চর এলাকায় ইঞ্জিনচালিত যান চলাচল কঠিন হওয়ায় গ্রামবাসীর যোগাযোগ ও তথ্য পৌঁছে দেওয়ার একমাত্র ভরসা হয়ে আছে এই ঐতিহ্যবাহী প্রচারপদ্ধতি। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুর থেকে তোলা। ছবি: আব্দুর রহিম পায়েল
চলনবিলের সাদা সোনা বলা হয় রসুনকে। পরিবারের সদস্যরা এবং ভাড়ায় শ্রমিক নিয়ে ব্যস্ত হাতে রসুন তুলছেন কৃষকেরা। ছবিটি পাবনার চাটমোহরের বিনাহাল থেকে তোলা। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য তুষার।
চলনবিলের সাদা সোনা বলা হয় রসুনকে। পরিবারের সদস্যরা এবং ভাড়ায় শ্রমিক নিয়ে ব্যস্ত হাতে রসুন তুলছেন কৃষকেরা। ছবিটি পাবনার চাটমোহরের বিনাহাল থেকে তোলা। ছবি: শুভাশীষ ভট্টাচার্য্য তুষার।
ইছামতি নদীর ওপর ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করছেন কৃষকেরা। বাঁশের মাচায় বেড তৈরি করে নানা ধরনের শাক–সবজি চাষ করা হচ্ছে। ছবিটি দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় ইউনিয়নের ঝাপু পাড়া এলাকা থেকে তোলা। ছবি: এস এম রকি।
ইছামতি নদীর ওপর ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করছেন কৃষকেরা। বাঁশের মাচায় বেড তৈরি করে নানা ধরনের শাক–সবজি চাষ করা হচ্ছে। ছবিটি দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় ইউনিয়নের ঝাপু পাড়া এলাকা থেকে তোলা। ছবি: এস এম রকি।
ধান চাষ করা হয়েছিল জমিতে। কাটা ও তুলে নেওয়া শেষ। এখন নতুন করে চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে জমি। হ্যারো মেশিন দিয়ে নতুন করে জমিকে প্রস্তুত করছেন কৃষক। ছবিটি রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ।
ধান চাষ করা হয়েছিল জমিতে। কাটা ও তুলে নেওয়া শেষ। এখন নতুন করে চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে জমি। হ্যারো মেশিন দিয়ে নতুন করে জমিকে প্রস্তুত করছেন কৃষক। ছবিটি রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...