Ajker Patrika

দিনের ছবি (২৪ মে,২০২৫)

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০২: ২৭
গাছে ঝুলছে টসটসে পাকা খেজুর। এর মগডালে বসে আছে কম হুইসেলিং হাঁস, যা ভারতীয় হুইসেলিং হাঁস নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে আজ সকালে তোলা। ছবি: মিলন শেখ।
গাছে ঝুলছে টসটসে পাকা খেজুর। এর মগডালে বসে আছে কম হুইসেলিং হাঁস, যা ভারতীয় হুইসেলিং হাঁস নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে আজ সকালে তোলা। ছবি: মিলন শেখ।
সকালের নরম রোদে খেজুরগাছের মগডালে একা বসে আছে কম হুইসেলিং হাঁস। নিঃশব্দ গ্রামে তার উপস্থিতি যেন প্রকৃতির নিঃশব্দ সংগীত। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে ছবিটি তোলেন মিলন শেখ।
সকালের নরম রোদে খেজুরগাছের মগডালে একা বসে আছে কম হুইসেলিং হাঁস। নিঃশব্দ গ্রামে তার উপস্থিতি যেন প্রকৃতির নিঃশব্দ সংগীত। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে ছবিটি তোলেন মিলন শেখ।
চুপিচুপি শহরের প্রান্তে, মানুষের ব্যস্ততার আড়ালে নিজেকে মেলে ধরে কানশিরা। না কেউ চাষ করে, না কেউ যত্ন নেয়—তবু বাঁচে, ফুল ফোটে, রং ছড়ায়। যেন নিঃশব্দে বলে যায়—প্রকৃতি যতবার হার মানে, ততবার নতুন করে জিতে যায়। ছবিটি আজ সকালে তোলা, রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের আশরাফ মোড় এলাকা থেকে। ছবি: মিলন শেখ।
চুপিচুপি শহরের প্রান্তে, মানুষের ব্যস্ততার আড়ালে নিজেকে মেলে ধরে কানশিরা। না কেউ চাষ করে, না কেউ যত্ন নেয়—তবু বাঁচে, ফুল ফোটে, রং ছড়ায়। যেন নিঃশব্দে বলে যায়—প্রকৃতি যতবার হার মানে, ততবার নতুন করে জিতে যায়। ছবিটি আজ সকালে তোলা, রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের আশরাফ মোড় এলাকা থেকে। ছবি: মিলন শেখ।
পথের ধারে বিরক্ত মাটিতে ফুল ফুটিয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে কানশিরা। কমেলিনা বেনঘালেনসিস, যা বাংলায় কানশিরা নামে পরিচিত। এটি একটি বহুবর্ষজীবী ঔষধি গাছ। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের আশরাফ মোড় এলাকা থেকে আজ সকালে তোলা। ছবি: মিলন শেখ।
পথের ধারে বিরক্ত মাটিতে ফুল ফুটিয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে কানশিরা। কমেলিনা বেনঘালেনসিস, যা বাংলায় কানশিরা নামে পরিচিত। এটি একটি বহুবর্ষজীবী ঔষধি গাছ। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের আশরাফ মোড় এলাকা থেকে আজ সকালে তোলা। ছবি: মিলন শেখ।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত