মযহারুল ইসলাম বাবলা
বাংলাদেশ টেলিভিশনের নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত নাটকের নাট্যকারের কাছে মঞ্চনাটক লিখে দেওয়ার অনুরোধ করেছিল ঢাকা শিশু নাট্যমের অন্যতম সংগঠক হেমায়েত উদ্দিন বাবুল। নাট্যকার নাটক লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটেও হতাশ করেননি; যথাসময়ে নাটকের পাণ্ডুলিপি আমাদের দিয়েছিলেন। শিশু-কিশোর উপযোগী মৌলিক নাটকের পাণ্ডুলিপি পাওয়া বড়ই দুর্লভ ব্যাপার ছিল তখন। প্রতিষ্ঠিত নাট্যকারেরা হাজারো প্রতিশ্রুতি দিয়েও নাটক না দিতে পেরে, শিশুদের উপযোগী নাটক লেখা সহজ নয় বলে এড়িয়ে যেতেন। আকাশের চাঁদ পাওয়ার মতো আমরা খুশিতে আটখানা হয়েছিলাম। আমাদের উদ্যোগে ঢাকা শিশু নাট্যমের উপদেষ্টাদের অন্যায় হস্তক্ষেপে নাজমা জেসমিন চৌধুরী রচিত এবং ঢাকা শিশু নাট্যম প্রযোজিত নাটক ‘আলোটা জ্বালো’ নাটকটির মঞ্চায়নের আয়োজন প্রায় ভেস্তে যেতে বসেছিল। ঢাকা শিশু নাট্যমের উপদেষ্টা প্রয়াত সাংবাদিক ফয়েজ আহমদের হস্তক্ষেপে সেই যাত্রায় সব প্রতিকূলতা ডিঙিয়ে আমরা ‘আলোটা জ্বালো’ মঞ্চস্থ করতে পেরেছিলাম। শ্রেণিবিভক্ত সমাজের বৈষম্যের বাইরে শিশু-কিশোরেরাও যে নয়, এই সত্যকে ‘আলোটা জ্বালো’ নাটকে সামনে আনায় ঘটেছিল কিছু বিপত্তি। ঢাকা শিশু নাট্যমের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের অধিক সংখ্যকই নাটকটি নিয়ে আপত্তি তুললেও আমরা কতিপয় অনড় থাকায় নাটকটির সফল মঞ্চায়ন সম্ভব হয়েছিল।
শিশুদের নাটক মানেই রূপকথা। রাজা-রাজকন্যা কিংবা হাস্যরসের কৌতুকসর্বস্ব নাটক। প্রচলিত এই বৃত্তকে নাজমা জেসমিন চৌধুরী অতিক্রম করেছিলেন তাঁর লেখা ‘আলোটা জ্বালো’ নাটকের মাধ্যমে। শিশু-কিশোর নাটকে শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে তিনিই প্রথম কড়া নেড়েছিলেন। শিশুরা তো ফুলের মতো পবিত্র। বড়রা যেমন শিখিয়ে দেয় বাড়ির কাজের লোক কিংবা রিকশাচালক, নিম্ন আয়ের সাধারণ মানুষদের সঙ্গে ‘আপনি’র স্থলে তুই বা তুমি সম্বোধন। শিশুদের সরল মনে ষোলো আনা বৈষম্য সৃষ্টি করে দেওয়া হয় শৈশবেই। নাজমা আপা এ জায়গাটিতে কশাঘাত করেছিলেন তাঁর ‘আলোটা জ্বালো’ নাটকে। ১৯৭৭ সালে মঞ্চস্থ এই নাটকের মাধ্যমেই নাজমা আপার সঙ্গে আমার যোগসূত্র স্থাপিত হয়েছিল। নাজমা আপাদের সঙ্গে আমার অধিক ঘনিষ্ঠতায় এবং মতাদর্শিক অনৈক্যের কারণে ঢাকা শিশু নাট্যমের নির্বাহী পদ থেকে পদত্যাগ করে ১৯৭৮ সালে নাজমা আপা ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সার্বিক সহযোগিতা-সমর্থনে ফয়েজ আহমদ, নাসিরউদ্দীন ইউসুফ, সৈয়দ সালাহউদ্দিন জাকী প্রমুখের সমন্বয়ে ঢাকা লিটল থিয়েটার গঠন করা হয়।
রবীন্দ্রনাথের ‘তাসের দেশ’ গীতিনাট্যটি শিশু-কিশোর উপযোগী ও সময়োচিত দৃষ্টিভঙ্গিতে নাটকে রূপান্তর করেন নাজমা জেসমিন চৌধুরী। বাংলাদেশে এযাবৎকালের সর্বাধিক মঞ্চস্থ নাটক তাসের দেশের শিশু-কিশোর কুশীলব প্রায় ৬০ জনের বিশাল বহর, সঙ্গে আবার অভিভাবকসহ প্রায় শত মানুষের সরব উপস্থিতিতে মাসের পর মাস, বছরের পর বছর নাজমা আপাদের বাসায় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহড়ায় নাচ-গান, অভিনয়ে মুখর হয়ে উঠত।
নাজমা আপা মঞ্চনাটক যতগুলো লিখেছেন, সবগুলো শিশু-কিশোরদের জন্য। ঢাকায় তখন যে কটি শিশু-কিশোর নাট্যদল নিয়মিত নাটক মঞ্চায়ন করত, অধিকাংশ নাটকের নাট্যকার ছিলেন নাজমা আপা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের বরেণ্য অধ্যাপক, প্রগতিশীল লেখক-বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী নাজমা আপা। স্যারের বিশাল ব্যক্তিত্বের সীমা অতিক্রম করে স্বীয় প্রতিভায় উদ্ভাসিত একজন সফল নাট্যকার, কথাসাহিত্যিক, লেখক, গবেষক, সংগঠক এবং একজন স্নেহপ্রবণ মা। নিজগুণে তিনি তাঁর অবস্থান শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে গেছেন। যেটা অনুকরণীয় দৃষ্টান্ত বটে। নাজমা আপার ডাক নাম মেরী। মেরী মাতার মতো তিনি ছিলেন মাতৃস্নেহপ্রবণ। নামের এমন সার্থকতা আমাদের সমাজে সহজে খুঁজে পাওয়া যাবে না।
লেখক: নির্বাহী সম্পাদক, নতুন দিগন্ত
বাংলাদেশ টেলিভিশনের নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত নাটকের নাট্যকারের কাছে মঞ্চনাটক লিখে দেওয়ার অনুরোধ করেছিল ঢাকা শিশু নাট্যমের অন্যতম সংগঠক হেমায়েত উদ্দিন বাবুল। নাট্যকার নাটক লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটেও হতাশ করেননি; যথাসময়ে নাটকের পাণ্ডুলিপি আমাদের দিয়েছিলেন। শিশু-কিশোর উপযোগী মৌলিক নাটকের পাণ্ডুলিপি পাওয়া বড়ই দুর্লভ ব্যাপার ছিল তখন। প্রতিষ্ঠিত নাট্যকারেরা হাজারো প্রতিশ্রুতি দিয়েও নাটক না দিতে পেরে, শিশুদের উপযোগী নাটক লেখা সহজ নয় বলে এড়িয়ে যেতেন। আকাশের চাঁদ পাওয়ার মতো আমরা খুশিতে আটখানা হয়েছিলাম। আমাদের উদ্যোগে ঢাকা শিশু নাট্যমের উপদেষ্টাদের অন্যায় হস্তক্ষেপে নাজমা জেসমিন চৌধুরী রচিত এবং ঢাকা শিশু নাট্যম প্রযোজিত নাটক ‘আলোটা জ্বালো’ নাটকটির মঞ্চায়নের আয়োজন প্রায় ভেস্তে যেতে বসেছিল। ঢাকা শিশু নাট্যমের উপদেষ্টা প্রয়াত সাংবাদিক ফয়েজ আহমদের হস্তক্ষেপে সেই যাত্রায় সব প্রতিকূলতা ডিঙিয়ে আমরা ‘আলোটা জ্বালো’ মঞ্চস্থ করতে পেরেছিলাম। শ্রেণিবিভক্ত সমাজের বৈষম্যের বাইরে শিশু-কিশোরেরাও যে নয়, এই সত্যকে ‘আলোটা জ্বালো’ নাটকে সামনে আনায় ঘটেছিল কিছু বিপত্তি। ঢাকা শিশু নাট্যমের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের অধিক সংখ্যকই নাটকটি নিয়ে আপত্তি তুললেও আমরা কতিপয় অনড় থাকায় নাটকটির সফল মঞ্চায়ন সম্ভব হয়েছিল।
শিশুদের নাটক মানেই রূপকথা। রাজা-রাজকন্যা কিংবা হাস্যরসের কৌতুকসর্বস্ব নাটক। প্রচলিত এই বৃত্তকে নাজমা জেসমিন চৌধুরী অতিক্রম করেছিলেন তাঁর লেখা ‘আলোটা জ্বালো’ নাটকের মাধ্যমে। শিশু-কিশোর নাটকে শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে তিনিই প্রথম কড়া নেড়েছিলেন। শিশুরা তো ফুলের মতো পবিত্র। বড়রা যেমন শিখিয়ে দেয় বাড়ির কাজের লোক কিংবা রিকশাচালক, নিম্ন আয়ের সাধারণ মানুষদের সঙ্গে ‘আপনি’র স্থলে তুই বা তুমি সম্বোধন। শিশুদের সরল মনে ষোলো আনা বৈষম্য সৃষ্টি করে দেওয়া হয় শৈশবেই। নাজমা আপা এ জায়গাটিতে কশাঘাত করেছিলেন তাঁর ‘আলোটা জ্বালো’ নাটকে। ১৯৭৭ সালে মঞ্চস্থ এই নাটকের মাধ্যমেই নাজমা আপার সঙ্গে আমার যোগসূত্র স্থাপিত হয়েছিল। নাজমা আপাদের সঙ্গে আমার অধিক ঘনিষ্ঠতায় এবং মতাদর্শিক অনৈক্যের কারণে ঢাকা শিশু নাট্যমের নির্বাহী পদ থেকে পদত্যাগ করে ১৯৭৮ সালে নাজমা আপা ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সার্বিক সহযোগিতা-সমর্থনে ফয়েজ আহমদ, নাসিরউদ্দীন ইউসুফ, সৈয়দ সালাহউদ্দিন জাকী প্রমুখের সমন্বয়ে ঢাকা লিটল থিয়েটার গঠন করা হয়।
রবীন্দ্রনাথের ‘তাসের দেশ’ গীতিনাট্যটি শিশু-কিশোর উপযোগী ও সময়োচিত দৃষ্টিভঙ্গিতে নাটকে রূপান্তর করেন নাজমা জেসমিন চৌধুরী। বাংলাদেশে এযাবৎকালের সর্বাধিক মঞ্চস্থ নাটক তাসের দেশের শিশু-কিশোর কুশীলব প্রায় ৬০ জনের বিশাল বহর, সঙ্গে আবার অভিভাবকসহ প্রায় শত মানুষের সরব উপস্থিতিতে মাসের পর মাস, বছরের পর বছর নাজমা আপাদের বাসায় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহড়ায় নাচ-গান, অভিনয়ে মুখর হয়ে উঠত।
নাজমা আপা মঞ্চনাটক যতগুলো লিখেছেন, সবগুলো শিশু-কিশোরদের জন্য। ঢাকায় তখন যে কটি শিশু-কিশোর নাট্যদল নিয়মিত নাটক মঞ্চায়ন করত, অধিকাংশ নাটকের নাট্যকার ছিলেন নাজমা আপা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের বরেণ্য অধ্যাপক, প্রগতিশীল লেখক-বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী নাজমা আপা। স্যারের বিশাল ব্যক্তিত্বের সীমা অতিক্রম করে স্বীয় প্রতিভায় উদ্ভাসিত একজন সফল নাট্যকার, কথাসাহিত্যিক, লেখক, গবেষক, সংগঠক এবং একজন স্নেহপ্রবণ মা। নিজগুণে তিনি তাঁর অবস্থান শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে গেছেন। যেটা অনুকরণীয় দৃষ্টান্ত বটে। নাজমা আপার ডাক নাম মেরী। মেরী মাতার মতো তিনি ছিলেন মাতৃস্নেহপ্রবণ। নামের এমন সার্থকতা আমাদের সমাজে সহজে খুঁজে পাওয়া যাবে না।
লেখক: নির্বাহী সম্পাদক, নতুন দিগন্ত
জাতীয় প্রেসক্লাবে ৭ সেপ্টেম্বর গণশক্তি আয়োজন করে ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভা। সেই সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যে প্রশ্নটি করেছেন, তা কোটি টাকার সঙ্গে তুলনা করাই যায়। তাঁর সহজ জিজ্ঞাসা—‘ভোটের দিন যাঁর যেখানে শক্তি আছে, তাঁর যদি মনে হয় জিততে পারবেন না...
২০ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ভূদৃশ্যটি পর্বতমালার মতোই চড়াই-উতরাইয়ে ভরা। ১০ বছরের মাওবাদী বিদ্রোহের রক্তক্ষরণের পর ২০০৮ সালে উচ্ছেদ হয়েছিল রাজতন্ত্র। সেই থেকে ১৩ বার সরকার বদল হয়েছে। ক্ষমতার মসনদে ঘুরেফিরে দেখা যাচ্ছিল গুটিকয়েক নেতাকে।
২০ ঘণ্টা আগেবেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) পরিচালিত ‘২০২৫ সালের মধ্যবর্তী সময়ে দেশের পরিবারসমূহের অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সাম্প্রতিক জরিপের ফলাফলে উঠে এসেছে যে তিন বছরে (২০২২-২৫) দেশে দারিদ্র্যের হার ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে এখন ২৮ শতাংশে এসে দাঁড়িয়েছে।
২০ ঘণ্টা আগেবাংলা ভাষায় একটি পরিচিত শব্দবন্ধ হলো বায়ুচড়া। এর আভিধানিক অর্থ হলো পাগলামি। পাগলামি, উন্মাদনা বা উন্মত্ততা অর্থে আমরা ‘মাথা গরম হওয়া’র কথা কমবেশি সবাই জানি। একই অর্থে বায়ুরোগ বা বায়ুগ্রস্ততাও তুলনামূলকভাবে পরিচিত। এমনকি পাগলামি অর্থে ‘মাথা ফোরটি নাইন হওয়া’র কথাও প্রচলিত রয়েছে।
২০ ঘণ্টা আগে