Ajker Patrika

এক দিনে আরও ৩ শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দিনে আরও ৩ শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি

এক দিনে আরও তিন শতাধিক ডেঙ্গুর রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন একজন রোগী। গত পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ২৬২ জন এবং ঢাকার বাইরে ৫৩ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৬৫। তাঁদের মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন। এ ছাড়া চলতি মাসের ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৮১ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫২ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩১ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১৪৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ৩২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন ও কুর্মিটোলায় একজনসহ মোট ৭৫ জন রোগী সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হলেও এর চারটি অকার্যকর। কীটতত্ত্ববিদরা সতর্ক করেছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো সম্ভাবনা নেই। এ সময় মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত