নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দিনে আরও তিন শতাধিক ডেঙ্গুর রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন একজন রোগী। গত পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ২৬২ জন এবং ঢাকার বাইরে ৫৩ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৬৫। তাঁদের মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন। এ ছাড়া চলতি মাসের ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৮১ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫২ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩১ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ৩২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন ও কুর্মিটোলায় একজনসহ মোট ৭৫ জন রোগী সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হলেও এর চারটি অকার্যকর। কীটতত্ত্ববিদরা সতর্ক করেছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো সম্ভাবনা নেই। এ সময় মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
এক দিনে আরও তিন শতাধিক ডেঙ্গুর রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন একজন রোগী। গত পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ২৬২ জন এবং ঢাকার বাইরে ৫৩ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৬৫। তাঁদের মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন। এ ছাড়া চলতি মাসের ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৮১ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫২ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩১ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ৩২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন ও কুর্মিটোলায় একজনসহ মোট ৭৫ জন রোগী সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হলেও এর চারটি অকার্যকর। কীটতত্ত্ববিদরা সতর্ক করেছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো সম্ভাবনা নেই। এ সময় মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
৮ মিনিট আগেচলমান ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুট পরিবর্তন করা হয়।
১ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হবে। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে
১ ঘণ্টা আগেড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ লেনদেনসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধে দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে