কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকায় ছয়জন বিদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধানের বাড়তি নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সংশ্লিষ্ট দেশ ও সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত নিরাপত্তা সুবিধার বিষয়টিকে প্রটোকল সম্পর্কিত বিষয় বলে অভিহিত করে মাসুদ বিন মোমেন বলেন, পুলিশ এসকর্ট মূলত রাস্তায় ট্রাফিক সুবিধা দেওয়ার কাজে লাগত। এর বাইরে কূটনীতিকদের নিরাপত্তার আসল যে সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে, সেগুলো অপরিবর্তিত আছে।
পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা মনে করি না, এটা (সম্পর্কের ওপর) কোনো প্রভাব ফেলবে না। আমাদের যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেটির সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে। ঠিক এই সময়ে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন , সময় নিয়ে হয়তো অনেকের বিভিন্ন ধরনের চিন্তা আছে। তবে এই সিদ্ধান্তটি কোনো না কোনো সময় নিতেই হতো।
পররাষ্ট্রসচিব বলেন, চারটি দেশকে নিয়মিত পুলিশ এসকর্ট দেওয়া হতো। এর বাইরে দুএকটি দেশ চাইলে তাদেরও দেওয়া হতো।
ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল সুবিধা দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘এখন কূটনীতিকদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে মৌলিক দায়িত্ব রয়েছে, সেটি পালনে সরকার কখনোই পিছপা হবে না।’
ঢাকায় ছয়জন বিদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধানের বাড়তি নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সংশ্লিষ্ট দেশ ও সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত নিরাপত্তা সুবিধার বিষয়টিকে প্রটোকল সম্পর্কিত বিষয় বলে অভিহিত করে মাসুদ বিন মোমেন বলেন, পুলিশ এসকর্ট মূলত রাস্তায় ট্রাফিক সুবিধা দেওয়ার কাজে লাগত। এর বাইরে কূটনীতিকদের নিরাপত্তার আসল যে সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে, সেগুলো অপরিবর্তিত আছে।
পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা মনে করি না, এটা (সম্পর্কের ওপর) কোনো প্রভাব ফেলবে না। আমাদের যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেটির সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে। ঠিক এই সময়ে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন , সময় নিয়ে হয়তো অনেকের বিভিন্ন ধরনের চিন্তা আছে। তবে এই সিদ্ধান্তটি কোনো না কোনো সময় নিতেই হতো।
পররাষ্ট্রসচিব বলেন, চারটি দেশকে নিয়মিত পুলিশ এসকর্ট দেওয়া হতো। এর বাইরে দুএকটি দেশ চাইলে তাদেরও দেওয়া হতো।
ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল সুবিধা দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘এখন কূটনীতিকদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে মৌলিক দায়িত্ব রয়েছে, সেটি পালনে সরকার কখনোই পিছপা হবে না।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এ তথ্য প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৮ মিনিট আগেআজ সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধ হয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। দুনিয়ার বর্জ্য সব পানির মধ্যে, যা কিছু আছে তা পানির দিকে দিয়ে দিচ্ছি।
১ ঘণ্টা আগেসহকর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক নারী। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এ মামলার আবেদন এক সেনা কর্মকর্তার স্ত্রী।
১ ঘণ্টা আগেআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আজ সোমবার বিকেলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)-এর সভাপতিত্বে এ বৈঠক হবে।
২ ঘণ্টা আগে