Ajker Patrika

নৌযান চালু না করলে ২৩ মে অবস্থান কর্মসূচি পালন করেব নৌ শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক
নৌযান চালু না করলে ২৩ মে অবস্থান কর্মসূচি পালন করেব নৌ শ্রমিকেরা

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে ২২ মে'র মধ্যে যাত্রীবাহী নৌ-যান চলাচলের অনুমতি না দেওয়া হলে আগামী ২৩ মে বিআইডাব্লিউটিএ'র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পালন করবে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন।

আজ শুক্রবার নৌ-যান শ্রমিক ফেডারেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। আগামী ২৩ মে সকাল ১১টার সময় এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া বিজ্ঞপ্তিতে বলেন, দেড় মাসেরও অধিক সময় ধরে লকডাউনের নামে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ আছে। ফলে বেতন-বোনাস না পেয়ে, চরম অর্থনৈতিক দুরবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে তাঁরা। এই সেক্টরে লক্ষ লক্ষ নৌ শ্রমিক ও দিনমজুর কাজ করে।

মো. শাহ আলম ভূঁইয়া আরো বলেন, ঈদে ফেরিঘাটগুলোতে যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর মত মর্মান্তিক ঘটনা ঘটেছে। এরপরও কি কারণে যাত্রীবাহী লঞ্চ ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ রাখা হয়েছে তা আমাদের বোধগম্য নয়।

শ্রমিক ও যাত্রী সাধারণের দুরবস্থার কথা বিবেচনা করে এই যৌক্তিক দাবি মেনে নিতে তিনি সরকারের কাছে আহ্বান জানান।

নিয়ে ২২ মে’র মধ্যে যাত্রীবাহী নৌ-যান চলাচলের ঘোষণা প্রদান করে। চরম বিপর্যয়কর অবস্থায় নিপতিত নৌযান শ্রমিকদেরকে উদ্ধার করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত