নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। উপসাগরীয় দেশটির বাংলাদেশে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তাঁর দেশ এখান থেকে আরও কর্মী নেবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলআদওয়ানি।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশে এই রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত ফয়সাল বাংলাদেশের একজন চমৎকার বন্ধু ছিলেন। ড. ইউনূস আশা করেন, আগামীতেও তিনি বাংলাদেশের ব্যাপারে তাঁর এখতিয়ারের মধ্যে ভূমিকা রাখবেন।
কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।
বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, কুয়েতে বর্তমানে ৩ লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। তাঁর দেশ বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আরও বেশি চিকিৎসক, নার্স এবং প্রকৌশলী নিতে চাই। ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনা কুয়েতে সেবা দিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত ফয়সাল।
অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি বিষয়ে দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কুয়েতি রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি মানবিক সহযোগিতায় এগিয়ে আসায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে আরও বেশি অংশীদারত্বের সুযোগ খোঁজার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অবদান রয়েছে। ১৯৯১ সাল থেকে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের আক্রমণের পর থেকে কুয়েত রক্ষায় দেশটিতে এখনো কাজ করছেন ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনা। দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাকবেষ্টিত মরুভূমির ১৮ হাজার ৭৮২ বর্গকিলোমিটার আয়তনের তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েত।
বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। উপসাগরীয় দেশটির বাংলাদেশে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তাঁর দেশ এখান থেকে আরও কর্মী নেবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলআদওয়ানি।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশে এই রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত ফয়সাল বাংলাদেশের একজন চমৎকার বন্ধু ছিলেন। ড. ইউনূস আশা করেন, আগামীতেও তিনি বাংলাদেশের ব্যাপারে তাঁর এখতিয়ারের মধ্যে ভূমিকা রাখবেন।
কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।
বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, কুয়েতে বর্তমানে ৩ লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। তাঁর দেশ বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আরও বেশি চিকিৎসক, নার্স এবং প্রকৌশলী নিতে চাই। ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনা কুয়েতে সেবা দিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত ফয়সাল।
অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি বিষয়ে দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কুয়েতি রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি মানবিক সহযোগিতায় এগিয়ে আসায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে আরও বেশি অংশীদারত্বের সুযোগ খোঁজার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অবদান রয়েছে। ১৯৯১ সাল থেকে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের আক্রমণের পর থেকে কুয়েত রক্ষায় দেশটিতে এখনো কাজ করছেন ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনা। দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাকবেষ্টিত মরুভূমির ১৮ হাজার ৭৮২ বর্গকিলোমিটার আয়তনের তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েত।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
১৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১১ ঘণ্টা আগে