নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিয়ানমার ইউনিয়নের রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংগ্রি–লা হোটেলে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের প্রধানমন্ত্রী।
আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাক্ষাতে অধ্যাপক ইউনূস গত ২৮ মার্চ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রদান এবং মিয়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল পাঠানোর বিষয়েও আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আরও মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’
মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যান পদ গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক এই জোট নতুন গতি পাবে।
উল্লেখ্য, মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিম এরই মধ্যে সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিডোয় জুবু থিরি টাউনশিপ এবং নেপিডো এলাকার কয়েকটি ভবনে উদ্ধার অভিযান শুরু করেছে। বাংলাদেশের চিকিৎসা দল বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।
মিয়ানমার ইউনিয়নের রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংগ্রি–লা হোটেলে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের প্রধানমন্ত্রী।
আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাক্ষাতে অধ্যাপক ইউনূস গত ২৮ মার্চ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রদান এবং মিয়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল পাঠানোর বিষয়েও আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আরও মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’
মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যান পদ গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক এই জোট নতুন গতি পাবে।
উল্লেখ্য, মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিম এরই মধ্যে সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিডোয় জুবু থিরি টাউনশিপ এবং নেপিডো এলাকার কয়েকটি ভবনে উদ্ধার অভিযান শুরু করেছে। বাংলাদেশের চিকিৎসা দল বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় আনার জন্য কাতার সরকারের কাছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চেয়েছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবিচারকদের নিয়ন্ত্রণসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিষয়ে জারি করা রুলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী সাদ্দাম
১ ঘণ্টা আগেতথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতাবিষয়ক আইন হওয়া প্রয়োজন। কোনো সাংবাদিক দায়িত্বশীল ও পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পেতে পারেন না।
২ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের সময় সরকারবিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে