নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেতনভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কর্মসূচি আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. নুর নবী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারা দেশে স্থানীয়ভাবে কর্মসূচি পালিত হলেও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডা. মো. নুর নবী বলেন, ‘আমরা গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করে দাবি জানাই। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই। এ ছাড়া দেশে ভুটানের রাজা এসেছেন। এই সময়ে এ ধরনের কর্মসূচি অন্য দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সার্বিক বিবেচনায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
এদিকে রাজধানীতে কর্মসূচি স্থগিত হলেও বরিশালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মসূচিতে নামেন আন্দোলনরত। তাদের দাবিগুলো হলো-পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার করা এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করা। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করা, বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করা। একই দাবিতে ময়মনসিংহ মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা।
এ সময় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডা. নুসরাত সুলতানা বলেন, ‘আমাদের কিছু দাবিদাওয়া আগে থেকেই ছিল সেগুলো পূরণের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। আমরা বাধ্য হয়েই দাঁড়িয়েছি। সংশ্লিষ্ট সবার সঙ্গেই আমরা কথা বলেছিলাম। কিন্তু আমরা দেখলাম ন্যূনতম দাবিগুলো পূরণ হচ্ছে না, তখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
এদিকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমে ব্যাহত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের জরুরি বিভাগে বারান্দায় চিকিৎসাধীন আছিয়া খাতুন বলেন, ‘চিকিৎসকেরা দেখতে আসছেন না। শুনছি তাদের নাকি আন্দোলন চলছে। সে কারণে আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না।’
বরিশাল, ময়মনসিংহের মতো হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন-আমরা আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা এখন সময়ের দাবি।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন বরিশাল, ময়মনসিংহ ও হবিগঞ্জ প্রতিনিধি।)
বেতনভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কর্মসূচি আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাতে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. নুর নবী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারা দেশে স্থানীয়ভাবে কর্মসূচি পালিত হলেও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডা. মো. নুর নবী বলেন, ‘আমরা গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করে দাবি জানাই। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই। এ ছাড়া দেশে ভুটানের রাজা এসেছেন। এই সময়ে এ ধরনের কর্মসূচি অন্য দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সার্বিক বিবেচনায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
এদিকে রাজধানীতে কর্মসূচি স্থগিত হলেও বরিশালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মসূচিতে নামেন আন্দোলনরত। তাদের দাবিগুলো হলো-পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার করা এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করা। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করা, বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করা। একই দাবিতে ময়মনসিংহ মেডিকেলেও কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা।
এ সময় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডা. নুসরাত সুলতানা বলেন, ‘আমাদের কিছু দাবিদাওয়া আগে থেকেই ছিল সেগুলো পূরণের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। আমরা বাধ্য হয়েই দাঁড়িয়েছি। সংশ্লিষ্ট সবার সঙ্গেই আমরা কথা বলেছিলাম। কিন্তু আমরা দেখলাম ন্যূনতম দাবিগুলো পূরণ হচ্ছে না, তখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
এদিকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমে ব্যাহত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের জরুরি বিভাগে বারান্দায় চিকিৎসাধীন আছিয়া খাতুন বলেন, ‘চিকিৎসকেরা দেখতে আসছেন না। শুনছি তাদের নাকি আন্দোলন চলছে। সে কারণে আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না।’
বরিশাল, ময়মনসিংহের মতো হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন-আমরা আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা এখন সময়ের দাবি।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন বরিশাল, ময়মনসিংহ ও হবিগঞ্জ প্রতিনিধি।)
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সুপার নিউমারারি পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৭ মিনিট আগেতিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় স্থানীয় সময় আজ সোমবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।
৩৯ মিনিট আগেরংপুরে তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দুজনকে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি তাদের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছে ১১১ জন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আজ সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ...
৩ ঘণ্টা আগে