Ajker Patrika

প্রথম ধাপে ৪৮ হাজার রোহিঙ্গা টিকা পাবে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রথম ধাপে ৪৮ হাজার রোহিঙ্গা টিকা পাবে

আগামীকাল মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কোভিড টিকা কার্যক্রম শুরু হবে। প্রাথমিক ভাবে ৪৮ হাজার রোহিঙ্গা টিকা পাবেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মিয়ানমার থেকে আগত নাগরিকদের জন্য টিকা দান কর্মসূচিতে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এই কর্মসূচিতে ৩৪টি ক্যাম্পে রেড ক্রিসেন্টের প্রায় ১০০ প্রশিক্ষিত কর্মী ও স্বেচ্ছাসেবক ইউএনএইচসিআর ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে এক যোগে কাজ করছেন। 

প্রাথমিক ভাবে পঞ্চান্ন ও তদূর্ধ্ব বয়সী ৪৮ হাজার ক্যাম্পবাসী এই কর্মসূচির আওতায় আসবেন। অতিরিক্ত ঘনবসতির কারণে বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী প্রায় ৯ লাখ মানুষ সংক্রমণের বড় ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সীমিত স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির স্বল্পতাসহ অনেকেরই আগে থেকেই স্বাস্থ্য জটিলতা রয়েছে। ২০১৭ সালের আগস্টে নতুন করে আসা অতিরিক্ত মানুষ করোনার সংক্রমণের আগে থেকেই কক্সবাজারের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এখন সেটি আরও জটিল আকার ধারণ করছে। 

কক্সবাজারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন প্রায় ২০০ জন। এই জেলায় সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ। ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত ২ হাজার ৫০০–এর অধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ২৫ জন। আর বাংলাদেশে এখন পর্যন্ত ৩ শতাংশের কম মানুষ পূর্ণ ডোজ টিকা পেয়েছে। 

বিডিআরসিএসের পরিচালন বিভাগের প্রধান এমএ হালিম এ প্রসঙ্গে বলেন, এই মহামারি বন্যা, ভূমিধস এবং আগুনসহ বহুমাত্রিক সংকটে জর্জরিত ক্যাম্পের বাসিন্দাদের জীবনকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্টের লক্ষাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক সরকারের টিকা দান কর্মসূচিকে সফল করতে দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ও ক্যাম্পগুলোতেও আমাদের সহকর্মী ও স্বেচ্ছাসেবকেরা টিকা কার্যক্রমে সহায়তা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত