Ajker Patrika

ইসির প্রথম সভা ৫ এপ্রিল, পরদিন সম্পাদকদের সংলাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯: ০০
ইসির প্রথম সভা ৫ এপ্রিল, পরদিন সম্পাদকদের সংলাপ

নির্বাচন কমিশন গঠন হওয়ার পর এখন পর্যন্ত কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন উঠেছিল। তবে ইসির এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ এপ্রিল। এদিন জাতীয় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রথম সভার আয়োজন করা হয়েছে। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশনের সভা এত দিন অনুষ্ঠিত না হলেও আগামী ৫ এপ্রিল প্রথম বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।’ 

এর আগে বিদায় নেওয়া নূরুল হুদা কমিশন তাদের মেয়াদে ৯২টি সভায় বসে। বর্তমান কমিশনের এই প্রথম সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসির একটি সূত্র। 

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আরও জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার সম্পাদকদের সঙ্গে বসতে যাচ্ছে। নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ৬ এপ্রিল বুধবার ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। 

ওই দিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে সংলাপ করে ইসি। 

ইসি সূত্র জানায়, আজকালের মধ্যে সম্পাদকদের আমন্ত্রণ চিঠি পাঠানো শুরু হচ্ছে। 

এর আগে, ২০১৭ সালে কে এম নূরুল হুদা কমিশনও দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেছিলেন। সে বছর ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসার মধ্য দিয়ে ওই সংলাপ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে নূরুল হুদা কমিশন ৪০টি রাজনৈতিক দল, নারী নেতৃত্ব, নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসেছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে সংলাপ শুরু করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত