নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন নির্বাচন কমিশনকে (ইসি) কম কথা বলে নিজের কাজগুলো করার প্রতি বেশি মনযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আজকের পত্রিকার সম্পাদক এবং সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। আজ বুধবার নির্বাচন ভবনে নির্বাচনের রোড ম্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে এ পরামর্শ দেন তিনি।
অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘আমি ইতিপূর্বে সরকারের একটি কমিশনের দায়িত্ব পালন করেছি। আমি দেখেছি আন্তরিকভাবে চাইলে এবং সদিচ্ছা থাকলেই কাজ করা সম্ভব।’
ইসিকে পরামর্শ দিয়ে গোলাম রহমান বলেন, ‘গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সমূহ তার মধ্যে ভোটার লিস্ট, রাজনৈতিক দল রাজনৈতিক দলের যে তহবিল এগুলোর ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে রক্ষা করতে হবে। একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এ প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।’
এ ছাড়া একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে রাজনৈতিক দলগুলোকে কীভাবে নির্বাচন মুখী করা যায় তা নিয়ে কাজ করতেও নির্বাচন কমিশনকে পরামর্শ দেন গোলাম রহমান।
সংলাপে যে সব সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অংশ নিয়েছেন তারা হচ্ছেন—বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি অবজারভার অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক, নিউএজ সম্পাদক নূরুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, প্রথম আলোর আনিসুল হক, সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, মানবকণ্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ, আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন এবং সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার।
এর আগে ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এবং ১৩ ই মার্চ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন এ কমিশন দেশের। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে ইসি ৩৯ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালেও ১৯ জন অংশ নিয়েছেন। শিক্ষাবিদদের সংলাপের জন্য ৩০ জনকে আমন্ত্রণ জানালেও তাতে ১৫ জন সাড়া দেন।
নতুন নির্বাচন কমিশনকে (ইসি) কম কথা বলে নিজের কাজগুলো করার প্রতি বেশি মনযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আজকের পত্রিকার সম্পাদক এবং সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। আজ বুধবার নির্বাচন ভবনে নির্বাচনের রোড ম্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে এ পরামর্শ দেন তিনি।
অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘আমি ইতিপূর্বে সরকারের একটি কমিশনের দায়িত্ব পালন করেছি। আমি দেখেছি আন্তরিকভাবে চাইলে এবং সদিচ্ছা থাকলেই কাজ করা সম্ভব।’
ইসিকে পরামর্শ দিয়ে গোলাম রহমান বলেন, ‘গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সমূহ তার মধ্যে ভোটার লিস্ট, রাজনৈতিক দল রাজনৈতিক দলের যে তহবিল এগুলোর ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে রক্ষা করতে হবে। একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এ প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।’
এ ছাড়া একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে রাজনৈতিক দলগুলোকে কীভাবে নির্বাচন মুখী করা যায় তা নিয়ে কাজ করতেও নির্বাচন কমিশনকে পরামর্শ দেন গোলাম রহমান।
সংলাপে যে সব সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অংশ নিয়েছেন তারা হচ্ছেন—বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি অবজারভার অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক, নিউএজ সম্পাদক নূরুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, প্রথম আলোর আনিসুল হক, সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, মানবকণ্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ, আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন এবং সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার।
এর আগে ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এবং ১৩ ই মার্চ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন এ কমিশন দেশের। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে ইসি ৩৯ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালেও ১৯ জন অংশ নিয়েছেন। শিক্ষাবিদদের সংলাপের জন্য ৩০ জনকে আমন্ত্রণ জানালেও তাতে ১৫ জন সাড়া দেন।
বাংলাদেশের অন্তত চারটি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। এ বিষয়ে ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পদক্ষেপ নেওয়া হবে।
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।
৪ ঘণ্টা আগেশিক্ষক-কর্মকর্তাদের বদলির তদবির করতে ঢাকায় আসতে নিষেধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে এ নিষেধ করা হয়।
৮ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে নিরাপদ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের অংশ হিসেবে টরন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।
১১ ঘণ্টা আগে