নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ৪৩ জন মনোনয়ন ফিরে পেয়েছেন। গত পাঁচ দিনে মোট ২৫৫ জন প্রার্থিতা ফেরত পেলেন।
আজ বৃহস্পতিবার শুনানিতে ৪৩ জন মনোনয়ন ফিরে পান, প্রার্থিতা হারান একজন, ৫২টি আবেদন নামঞ্জুর হয়। চারটি আবেদন শুনানি পেন্ডিং রাখা হয়েছে। আর একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রার্থিতা ফেরত পাওয়াদের মধ্যে স্বতন্ত্র ১৫ জন, মুক্তিজোটের ৫ জন, এনপিপির ৩ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২ জন, বিএনএমের ১ জন, ইসলামী ঐক্যজোট ১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ১ জন, জাতীয় পার্টির ২ জন, গণফ্রন্টের ১ জন, জাতীয় পার্টির (জেপি) ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১ জন, বাংলাদেশ কংগ্রেসের ১ জন, বিএনএফের ২ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ১ জন, গণফোরামের ১ জন, তৃণমূল বিএনপির ১ জন ও জাসদের ১ জন প্রার্থী রয়েছেন।
প্রার্থিতা ফেরত পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন—কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ আখতারুজ্জামান, নরসিংদী-৫ মো. সুলাইমান খন্দকার, কুমিল্লা-৩ ফোরকান উদ্দিন আহমেদ, কক্সবাজার-১ কমুরুদ্দিন, খুলনা-১ প্রশান্ত কুমার রায়, বগুড়া-৩ খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি, নাটোর-১ মো. রমজান আলী সরকার, ময়মনসিংহ-৬ সেলিমা বেগম, কুড়িগ্রাম-২ হামিদুল হক, ঢাকা-১৪ মো. মহিবুল্লাহ, রংপুর-১ মোশাররফ হোসেন, যশোর-৫ আমজাদ হোসেন লাভলু, ময়মনসিংহ-৬ খন্দকার রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-৩ মনিন্দ্র কুমার নাথ ও খুলনা-৪ জুয়েল রানা।
পাঁচ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ কাল
আগামীকাল শুক্রবার অন্যান্যদের সঙ্গে বিএনপি সাবেক নেতা ও ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর, ফরিদপুর-৩ আসনে নৌকার শামীম হক ও একই আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের মনোনয়নের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগে শাহজাহান ওমর, হলফনামায় ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, একই আসনে নৌকার প্রার্থী শামীম হক, বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিলের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাছাইয়ে বাতিল হওয়া বরিশাল-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়ন ফিরে পাওয়ার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এবার ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয় ৭৩১টি আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। আজ আপিল শুনানি শেষ হচ্ছে। এরপর ১৭ ডিসেম্বর প্রত্যাহার শেষে ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ৪৩ জন মনোনয়ন ফিরে পেয়েছেন। গত পাঁচ দিনে মোট ২৫৫ জন প্রার্থিতা ফেরত পেলেন।
আজ বৃহস্পতিবার শুনানিতে ৪৩ জন মনোনয়ন ফিরে পান, প্রার্থিতা হারান একজন, ৫২টি আবেদন নামঞ্জুর হয়। চারটি আবেদন শুনানি পেন্ডিং রাখা হয়েছে। আর একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রার্থিতা ফেরত পাওয়াদের মধ্যে স্বতন্ত্র ১৫ জন, মুক্তিজোটের ৫ জন, এনপিপির ৩ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২ জন, বিএনএমের ১ জন, ইসলামী ঐক্যজোট ১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ১ জন, জাতীয় পার্টির ২ জন, গণফ্রন্টের ১ জন, জাতীয় পার্টির (জেপি) ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১ জন, বাংলাদেশ কংগ্রেসের ১ জন, বিএনএফের ২ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ১ জন, গণফোরামের ১ জন, তৃণমূল বিএনপির ১ জন ও জাসদের ১ জন প্রার্থী রয়েছেন।
প্রার্থিতা ফেরত পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন—কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ আখতারুজ্জামান, নরসিংদী-৫ মো. সুলাইমান খন্দকার, কুমিল্লা-৩ ফোরকান উদ্দিন আহমেদ, কক্সবাজার-১ কমুরুদ্দিন, খুলনা-১ প্রশান্ত কুমার রায়, বগুড়া-৩ খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি, নাটোর-১ মো. রমজান আলী সরকার, ময়মনসিংহ-৬ সেলিমা বেগম, কুড়িগ্রাম-২ হামিদুল হক, ঢাকা-১৪ মো. মহিবুল্লাহ, রংপুর-১ মোশাররফ হোসেন, যশোর-৫ আমজাদ হোসেন লাভলু, ময়মনসিংহ-৬ খন্দকার রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-৩ মনিন্দ্র কুমার নাথ ও খুলনা-৪ জুয়েল রানা।
পাঁচ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ কাল
আগামীকাল শুক্রবার অন্যান্যদের সঙ্গে বিএনপি সাবেক নেতা ও ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর, ফরিদপুর-৩ আসনে নৌকার শামীম হক ও একই আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের মনোনয়নের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগে শাহজাহান ওমর, হলফনামায় ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, একই আসনে নৌকার প্রার্থী শামীম হক, বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিলের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাছাইয়ে বাতিল হওয়া বরিশাল-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়ন ফিরে পাওয়ার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এবার ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয় ৭৩১টি আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। আজ আপিল শুনানি শেষ হচ্ছে। এরপর ১৭ ডিসেম্বর প্রত্যাহার শেষে ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। ১৬০ কোটি টাকার বেশি ব্যয়ে এসব ভবন নির্মাণে কোনো প্রকল্প করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়নি। খরচ করা হয়েছে কর্তৃপক্ষের ‘ইচ্ছেমতো’। নিরীক্ষার তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দুই অর্থবছরে এই বিশ্ববিদ্যালয়ে ১০টি অনিয়মে
১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে অধ্যাদেশ হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরকে এই আইনের আওতায় আনা হবে। এই অধিদপ্তরের মাধ্যমেই শহীদদের পরিবারকে
২ ঘণ্টা আগেমিয়ানমারের সামরিক জান্তা দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-নিয়ন্ত্রিত রাখাইনে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছানোর কোনো ধরনের ব্যবস্থা চায় না। আবার অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে যে আন্তর্জাতিক সম্মেলন করতে চায়, তাতেও জান্তার আপত্তি আছে।
২ ঘণ্টা আগেহেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ২০৩টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য থানাগুলোতে তদন্ত শুরু হয়েছে, দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। যেসব মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়ে
২ ঘণ্টা আগে