Ajker Patrika

আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৩ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০: ১৯
আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৩ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ৪৩ জন মনোনয়ন ফিরে পেয়েছেন। গত পাঁচ দিনে মোট ২৫৫ জন প্রার্থিতা ফেরত পেলেন। 
 
আজ বৃহস্পতিবার শুনানিতে ৪৩ জন মনোনয়ন ফিরে পান, প্রার্থিতা হারান একজন, ৫২টি আবেদন নামঞ্জুর হয়। চারটি আবেদন শুনানি পেন্ডিং রাখা হয়েছে। আর একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন। 

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রার্থিতা ফেরত পাওয়াদের মধ্যে স্বতন্ত্র ১৫ জন, মুক্তিজোটের ৫ জন, এনপিপির ৩ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২ জন, বিএনএমের ১ জন, ইসলামী ঐক্যজোট ১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ১ জন, জাতীয় পার্টির ২ জন, গণফ্রন্টের ১ জন, জাতীয় পার্টির (জেপি) ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১ জন, বাংলাদেশ কংগ্রেসের ১ জন, বিএনএফের ২ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ১ জন, গণফোরামের ১ জন, তৃণমূল বিএনপির ১ জন ও জাসদের ১ জন প্রার্থী রয়েছেন। 

প্রার্থিতা ফেরত পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন—কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ আখতারুজ্জামান, নরসিংদী-৫ মো. সুলাইমান খন্দকার, কুমিল্লা-৩ ফোরকান উদ্দিন আহমেদ, কক্সবাজার-১ কমুরুদ্দিন, খুলনা-১ প্রশান্ত কুমার রায়, বগুড়া-৩ খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি, নাটোর-১ মো. রমজান আলী সরকার, ময়মনসিংহ-৬ সেলিমা বেগম, কুড়িগ্রাম-২ হামিদুল হক, ঢাকা-১৪ মো. মহিবুল্লাহ, রংপুর-১ মোশাররফ হোসেন, যশোর-৫ আমজাদ হোসেন লাভলু, ময়মনসিংহ-৬ খন্দকার রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-৩ মনিন্দ্র কুমার নাথ ও খুলনা-৪ জুয়েল রানা। 

পাঁচ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ কাল 
আগামীকাল শুক্রবার অন্যান্যদের সঙ্গে বিএনপি সাবেক নেতা ও ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর, ফরিদপুর-৩ আসনে নৌকার শামীম হক ও একই আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের মনোনয়নের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। 

হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগে শাহজাহান ওমর, হলফনামায় ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, একই আসনে নৌকার প্রার্থী শামীম হক, বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিলের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাছাইয়ে বাতিল হওয়া বরিশাল-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়ন ফিরে পাওয়ার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। 

এবার ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয় ৭৩১টি আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। আজ আপিল শুনানি শেষ হচ্ছে। এরপর ১৭ ডিসেম্বর প্রত্যাহার শেষে ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত