নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জলবায়ু ট্রাস্ট ফান্ডের এফডিআরের ৫৩৬ কোটি টাকা আদায়ের জন্য পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খানকে তলব করেছে সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তাঁকে তলবের সিদ্ধান্ত হয়। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম—কিছু অর্থ দিয়েছিলাম ফারমার্স ব্যাংকে, পরবর্তীতে সেটা হয়েছে পদ্মা ব্যাংক। সেটা নিয়ে আমরা আপডেট চেয়েছি। যা কমিটির পরবর্তী বৈঠকে আসবে। প্রাথমিকভাবে আমরা জেনেছি ওই ব্যাংক থেকে রি-পেমেন্টের একটা নতুন শিডিউল দেওয়া হয়েছে। সেটা জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা ছিল। সেই শিডিউল অনুযায়ীও আমরা পেমেন্টগুলো পাচ্ছি না।’
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা ব্যাংক লিমিটেডে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এফডিআরের ৫৩৬ কোটি টাকা আদায়ের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সূত্রে জানা গেছে, সরকারের গত মেয়াদে (২০১৪-২০১৮) জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা সাবেক ফারমার্স ব্যাংকে (বর্তমানে পদ্মা ব্যাংক) এফডিআর করা হয়। এরপর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা দিতে ব্যর্থ হয় পদ্মা ব্যাংক। এরপর টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা পদ্মা ব্যাংক থেকে দেওয়া হলেও তা পরিশোধে ব্যর্থ হয়। পদ্মা ব্যাংক টাকা দিতে গড়িমসি করলে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের কাছেও যাবে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে ব্যাংকের এমডি তারেক রিয়াজ খানের ব্যক্তিগত নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ার পরও তিনি উত্তর দেননি।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।
জলবায়ু ট্রাস্ট ফান্ডের এফডিআরের ৫৩৬ কোটি টাকা আদায়ের জন্য পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খানকে তলব করেছে সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তাঁকে তলবের সিদ্ধান্ত হয়। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম—কিছু অর্থ দিয়েছিলাম ফারমার্স ব্যাংকে, পরবর্তীতে সেটা হয়েছে পদ্মা ব্যাংক। সেটা নিয়ে আমরা আপডেট চেয়েছি। যা কমিটির পরবর্তী বৈঠকে আসবে। প্রাথমিকভাবে আমরা জেনেছি ওই ব্যাংক থেকে রি-পেমেন্টের একটা নতুন শিডিউল দেওয়া হয়েছে। সেটা জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা ছিল। সেই শিডিউল অনুযায়ীও আমরা পেমেন্টগুলো পাচ্ছি না।’
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা ব্যাংক লিমিটেডে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এফডিআরের ৫৩৬ কোটি টাকা আদায়ের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সূত্রে জানা গেছে, সরকারের গত মেয়াদে (২০১৪-২০১৮) জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা সাবেক ফারমার্স ব্যাংকে (বর্তমানে পদ্মা ব্যাংক) এফডিআর করা হয়। এরপর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা দিতে ব্যর্থ হয় পদ্মা ব্যাংক। এরপর টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা পদ্মা ব্যাংক থেকে দেওয়া হলেও তা পরিশোধে ব্যর্থ হয়। পদ্মা ব্যাংক টাকা দিতে গড়িমসি করলে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের কাছেও যাবে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে ব্যাংকের এমডি তারেক রিয়াজ খানের ব্যক্তিগত নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ার পরও তিনি উত্তর দেননি।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৭ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
৯ ঘণ্টা আগে