Ajker Patrika

হজ ফ্লাইট শুরু হচ্ছে ৩১ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২০: ০১
হজ ফ্লাইট শুরু হচ্ছে ৩১ মে

আগামী ৩১ মে হজ ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। আর হজযাত্রীদের ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। আজ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তবে সব প্রস্তুতি সম্পন্ন করে ৩১ মের মধ্যে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন হজ এজেন্সিস অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা। একই সঙ্গে বিমানভাড়াও কমানোর দাবি জানিয়েছেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। করোনা মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। 

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘গত দুই বছর আমরা হজ করতে পারিনি। এই বছর খুলেছে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে যেতে পারেন, সে জন্য আমরা বসে কিছু সিদ্ধান্ত নিয়েছি। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হবে।’ 

ভাড়া কত নির্ধারিত হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আপনারা জানেন জ্বালানি খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। সে ক্ষেত্রে সবকিছু বিবেচনায় নিয়ে দেখা গেছে ভাড়া দেড় লাখ টাকা আসে। কিন্তু হজযাত্রীদের কল্যাণের কথা চিন্তা করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিমানভাড়া হবে ১ লাখ ৪০ হাজার টাকা। সৌদি এয়ারলাইনসের ক্ষেত্রে এ ভাড়া থাকবে’। ২০১৯ সালে বিমা ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা ছিল বলেও জানান মাহবুব আলী। 

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রস্তাব ছিল ভাড়া আরও কমানো। ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তাব ছিল ১ লাখ ২৫ হাজার টাকা। আমরা মনে করি, ভাড়া আরও কমানো উচিত। ভাড়া যৌক্তিক পর্যায়ে আসা উচিত। আমি প্রতিমন্ত্রীকে বিষয়টি রিভিউ করার জন্য বলেছি।’ 

৩১ মে থেকে হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয় জানিয়ে হাব সভাপতি বলেন, ‘হজের যাবতীয় কার্যক্রম শেষ করা বিশাল একটা প্রক্রিয়া। সংগত কারণে ৩১ মে থেকে হজযাত্রী প্রেরণের জন্য কোনোভাবেই হাব প্রস্তুতি নিতে পারবে না, এটা সম্ভব নয়।’ 

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল, সৌদিয়া এয়ারলাইনসের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত