Ajker Patrika

গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৪: ২৯
গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টের নির্দেশ

গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক-মহাসড়কে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা ও হাট-বাজার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহের বেঞ্চ এ নির্দেশ দেন। 

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

এ ছাড়া গাজীপুরে চলমান বিআরটি প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশের প্রধানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

সেই সঙ্গে সড়ক-মহাসড়কে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা ও হাট-বাজার অপসারণ করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে রোববার আইনজীবী এস এম বদরুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত