নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৬১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে কমবেশি ৩০টি আবেদন রয়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্য।
এবার বাছাইয়ে ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীই ছিলেন ৪২৩ জন। বাকিগুলো রাজনৈতিক দলের প্রার্থী। সব মিলিয়ে আবেদন করেছেন তিন শতাধিক স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের ৯, জাতীয় পার্টির ৩১ ও তৃণমূল বিএনপির ২৩ জন্য প্রার্থী।
গতকাল আপিল আবেদন গ্রহণ করা শেষ হয়েছে। আজ রোববার থেকে শুরু হচ্ছে শুনানি। প্রতিদিন ১০০ আবেদন শুনানি করা হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বৈধ যেসব প্রার্থীর বিরুদ্ধে আবেদন
যেসব বৈধ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলে ইসিতে আবেদন করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বরিশাল-৪ আসনে পংকজ দেবনাথ, বরিশাল-৫ আসনে সাদিক আবদুল্লাহ, সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান শামছুল আবেদীন, পাবনা-২ আসনে খন্দকার আজিজুল হক আরজু, ফরিদপুর-৩ আসনে আবুল কালাম আজাদ, কক্সবাজার-১ আসনে জাফর আলম, দিনাজপুর-৩ আসনে বিশ্বজিৎ কুমার ঘোষ, চুয়াডাঙ্গা-২ আসনে মো. আবুল হাশেম, চাঁদপুর-৪ আসনে জালাল আহমেদ, চাঁদপুর-৫ আসনে গাজী মঈন উদ্দিন।
আওয়ামী লীগের যেসব প্রার্থীর বিরুদ্ধে আবেদন জমা হয়েছে তাঁরা হলেন বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক, ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমর, যশোর-৪ আসনে এনামুল হক বাবুল (২টি আবেদন), ময়মনসিংহ-৯ আসনে আব্দুস সালাম, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান, ফরিদপুর-৩ আসনে শামসুল হক, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে রাজী মোহাম্মদ, কুমিল্লা-৫ আসনে আবুল হোসেন খান, নোয়াখালী-৪ আসনে একরামুল করিম চৌধুরী ও লালমনিরহাট-১ আসনে মো. মোতাহার হোসেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, কিশোরগঞ্জ-৩ জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আবেদন হয়েছে।
গতকাল সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে কমিশন সিদ্ধান্ত দেবে। তবে কোন দলের কতটি আবেদন পড়েছে, তা পরে জানা যাবে বলেও জানান সচিব।
আমুকে তলব, নাছিমকে শোকজ
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে ইসিতে তবল করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিব বলেন, ঝালকাঠি-২ আসনের এই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন অভিযোগে রিটার্নিং কর্মকর্তা রিপোর্ট করেছেন। সেই ভিত্তিতে তাঁকে ১৫ ডিসেম্বর বিকেলে তাঁকে সশরীরে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য
বলা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ রোববার দুপুরে তাঁকে ব্যক্তিগতভাবে অথবা মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরা-২ আসনে নৌকার প্রার্থী মো. আসাদুজ্জামান বাবুকে শোকজ করেছে নির্বাচনী তদন্ত কমিটি।
বিএনপি ও হেফাজত ইস্যু
আজ রোববার বিশ্ব মানবাধিকার দিবসে বিএনপি মানববন্ধনের কর্মসূচি দিয়েছে। বিষয়টিতে ইসির কিছু করণীয় আছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে।
২৯ ডিসেম্বর হেফাজতে ইসলাম সমাবেশের ডাক দিয়েছে, তারা অরাজনৈতিক সংগঠন। এ বিষয়ে ইসির করণীয় জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘বিষয়টি আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব।’
সেনা মোতায়েন নিয়ে ইসির বৈঠক কাল
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয় নিয়ে আগামীকাল সোমবার বৈঠকে বসবে কমিশন। সেনাবাহিনী মোতায়েন করা হবে কি হবে না বা হলে কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৬১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে কমবেশি ৩০টি আবেদন রয়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্য।
এবার বাছাইয়ে ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীই ছিলেন ৪২৩ জন। বাকিগুলো রাজনৈতিক দলের প্রার্থী। সব মিলিয়ে আবেদন করেছেন তিন শতাধিক স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের ৯, জাতীয় পার্টির ৩১ ও তৃণমূল বিএনপির ২৩ জন্য প্রার্থী।
গতকাল আপিল আবেদন গ্রহণ করা শেষ হয়েছে। আজ রোববার থেকে শুরু হচ্ছে শুনানি। প্রতিদিন ১০০ আবেদন শুনানি করা হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বৈধ যেসব প্রার্থীর বিরুদ্ধে আবেদন
যেসব বৈধ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলে ইসিতে আবেদন করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বরিশাল-৪ আসনে পংকজ দেবনাথ, বরিশাল-৫ আসনে সাদিক আবদুল্লাহ, সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান শামছুল আবেদীন, পাবনা-২ আসনে খন্দকার আজিজুল হক আরজু, ফরিদপুর-৩ আসনে আবুল কালাম আজাদ, কক্সবাজার-১ আসনে জাফর আলম, দিনাজপুর-৩ আসনে বিশ্বজিৎ কুমার ঘোষ, চুয়াডাঙ্গা-২ আসনে মো. আবুল হাশেম, চাঁদপুর-৪ আসনে জালাল আহমেদ, চাঁদপুর-৫ আসনে গাজী মঈন উদ্দিন।
আওয়ামী লীগের যেসব প্রার্থীর বিরুদ্ধে আবেদন জমা হয়েছে তাঁরা হলেন বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক, ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমর, যশোর-৪ আসনে এনামুল হক বাবুল (২টি আবেদন), ময়মনসিংহ-৯ আসনে আব্দুস সালাম, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান, ফরিদপুর-৩ আসনে শামসুল হক, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে রাজী মোহাম্মদ, কুমিল্লা-৫ আসনে আবুল হোসেন খান, নোয়াখালী-৪ আসনে একরামুল করিম চৌধুরী ও লালমনিরহাট-১ আসনে মো. মোতাহার হোসেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, কিশোরগঞ্জ-৩ জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আবেদন হয়েছে।
গতকাল সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে কমিশন সিদ্ধান্ত দেবে। তবে কোন দলের কতটি আবেদন পড়েছে, তা পরে জানা যাবে বলেও জানান সচিব।
আমুকে তলব, নাছিমকে শোকজ
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে ইসিতে তবল করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিব বলেন, ঝালকাঠি-২ আসনের এই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন অভিযোগে রিটার্নিং কর্মকর্তা রিপোর্ট করেছেন। সেই ভিত্তিতে তাঁকে ১৫ ডিসেম্বর বিকেলে তাঁকে সশরীরে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য
বলা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ রোববার দুপুরে তাঁকে ব্যক্তিগতভাবে অথবা মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরা-২ আসনে নৌকার প্রার্থী মো. আসাদুজ্জামান বাবুকে শোকজ করেছে নির্বাচনী তদন্ত কমিটি।
বিএনপি ও হেফাজত ইস্যু
আজ রোববার বিশ্ব মানবাধিকার দিবসে বিএনপি মানববন্ধনের কর্মসূচি দিয়েছে। বিষয়টিতে ইসির কিছু করণীয় আছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে।
২৯ ডিসেম্বর হেফাজতে ইসলাম সমাবেশের ডাক দিয়েছে, তারা অরাজনৈতিক সংগঠন। এ বিষয়ে ইসির করণীয় জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘বিষয়টি আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব।’
সেনা মোতায়েন নিয়ে ইসির বৈঠক কাল
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয় নিয়ে আগামীকাল সোমবার বৈঠকে বসবে কমিশন। সেনাবাহিনী মোতায়েন করা হবে কি হবে না বা হলে কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। ১৬০ কোটি টাকার বেশি ব্যয়ে এসব ভবন নির্মাণে কোনো প্রকল্প করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়নি। খরচ করা হয়েছে কর্তৃপক্ষের ‘ইচ্ছেমতো’। নিরীক্ষার তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দুই অর্থবছরে এই বিশ্ববিদ্যালয়ে ১০টি অনিয়মে
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে অধ্যাদেশ হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরকে এই আইনের আওতায় আনা হবে। এই অধিদপ্তরের মাধ্যমেই শহীদদের পরিবারকে
২ ঘণ্টা আগেমিয়ানমারের সামরিক জান্তা দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-নিয়ন্ত্রিত রাখাইনে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছানোর কোনো ধরনের ব্যবস্থা চায় না। আবার অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে যে আন্তর্জাতিক সম্মেলন করতে চায়, তাতেও জান্তার আপত্তি আছে।
২ ঘণ্টা আগেহেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ২০৩টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য থানাগুলোতে তদন্ত শুরু হয়েছে, দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। যেসব মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়ে
৩ ঘণ্টা আগে