Ajker Patrika

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ চার এমপিকে সতর্ক করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ চার এমপিকে সতর্ক করল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ চারজন সংসদ সদস্যকে (এমপি) সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। 

গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মেহের আফরোজকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এই অবস্থায়, ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা সমাবেশ করেন এবং মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। ওই সময়ে শত শত নেতা-কর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হয় এতে মুন্সিগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং উক্ত এলাকায় প্রায় এক ঘণ্টা স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে, ফলে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, হাজার খানেক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

আরেকটি চিঠিতে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও নির্বাচন বিধি না মানার কারণে সতর্ক করেছে ইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত