নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ চারজন সংসদ সদস্যকে (এমপি) সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মেহের আফরোজকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এই অবস্থায়, ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা সমাবেশ করেন এবং মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। ওই সময়ে শত শত নেতা-কর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হয় এতে মুন্সিগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং উক্ত এলাকায় প্রায় এক ঘণ্টা স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে, ফলে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, হাজার খানেক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরেকটি চিঠিতে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও নির্বাচন বিধি না মানার কারণে সতর্ক করেছে ইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ চারজন সংসদ সদস্যকে (এমপি) সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মেহের আফরোজকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এই অবস্থায়, ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা সমাবেশ করেন এবং মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। ওই সময়ে শত শত নেতা-কর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হয় এতে মুন্সিগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং উক্ত এলাকায় প্রায় এক ঘণ্টা স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে, ফলে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, হাজার খানেক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরেকটি চিঠিতে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও নির্বাচন বিধি না মানার কারণে সতর্ক করেছে ইসি।
দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতাকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৮ মিনিট আগেবাংলাদেশ ও জাপান পারস্পরিক আস্থা গভীর করা, উন্নয়ন কৌশলগুলো অগ্রাধিকার দেওয়া ও কৌশলগত অংশীদারত্ব সম্পূর্ণরূপে বাস্তবায়নে সম্মত হয়েছে। টোকিওতে আজ বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শ সভায় (এফওসি) এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। ট্যাগ: , জাপান, পররাষ্ট্র মন্ত্রণালয়, উন্নয়ন, সহয
১ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো দলের বিষয় নয়, কোনো ব্যক্তির বিষয় নয়, কোনো সংগঠনের বিষয় নয়, এটি জনগণের বিষয়।’
৫ ঘণ্টা আগেসরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বৈদেশিক সম্পর্কের নানা দিক সামাল দেওয়ার ক্ষেত্রে ঝামেলা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ও তাঁর দপ্তর মনে করছে, অন্তর্বর্তী সরকারের ধরন এবং সরকারপ্রধানের কাজের যে বৈচিত্র্য ও গতি, তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় তাল-লয় ঠিক রেখে চলতে পারছে না...
১৫ ঘণ্টা আগে