নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে থেকে দুই দফায় এই টিকা আসায় আগামীকাল রোববার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আজ শনিবার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে উপহার পাওয়া টিকাগ্রহণকালে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭ লাখ ৮১ হাজার ডোজ এসেছে। এর আগে গত ২৪ জুলাই এসেছিল ২ লাখ ৪৫ হাজার ডোজ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রায় ১০ লাখ টিকা হাতে এসেছে। এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাইডলাইনে টিকা বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৪০ লাখ। টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে ১ কোটি ২১ লাখ ডোজ।
জাহিদ মালেক জানান, চীন থেকে আরও ৩৪ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসবে। এই মাসেই অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে। আগামী মাসে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসবে।
টিকাদান প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধু জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাঁদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাঁদের টিকা দেওয়া হবে। করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁরাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
বিশ্ব জুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকাগুলো ইপিআইয়ের কেন্দ্রীয় স্টোরের ওয়াক ইনকুলার রুমে সংরক্ষণ করা হবে। এই টিকার ৩ কোটি ৪০ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। পরে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা দিতে পারেনি।
সরবরাহ সংকটে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় সেই সংকটের অনেকটা নিরসন হতে যাচ্ছে।
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে থেকে দুই দফায় এই টিকা আসায় আগামীকাল রোববার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আজ শনিবার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে উপহার পাওয়া টিকাগ্রহণকালে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭ লাখ ৮১ হাজার ডোজ এসেছে। এর আগে গত ২৪ জুলাই এসেছিল ২ লাখ ৪৫ হাজার ডোজ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রায় ১০ লাখ টিকা হাতে এসেছে। এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাইডলাইনে টিকা বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৪০ লাখ। টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে ১ কোটি ২১ লাখ ডোজ।
জাহিদ মালেক জানান, চীন থেকে আরও ৩৪ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসবে। এই মাসেই অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে। আগামী মাসে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসবে।
টিকাদান প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধু জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাঁদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাঁদের টিকা দেওয়া হবে। করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁরাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
বিশ্ব জুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকাগুলো ইপিআইয়ের কেন্দ্রীয় স্টোরের ওয়াক ইনকুলার রুমে সংরক্ষণ করা হবে। এই টিকার ৩ কোটি ৪০ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। পরে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা দিতে পারেনি।
সরবরাহ সংকটে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় সেই সংকটের অনেকটা নিরসন হতে যাচ্ছে।
দেশের স্থানীয় পর্যায়ে গ্রামীণ, পানিসম্পদ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
১ ঘণ্টা আগেবাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগেশাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৯ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
১০ ঘণ্টা আগে