Ajker Patrika

বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপ করার আর সুযোগ নেই: ইসি আনিছুর 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫৩
বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপ করার আর সুযোগ নেই: ইসি আনিছুর 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) তরফ থেকে সংলাপ আয়োজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নির্বাচন কমিশনার। 

নির্বাচন কমিশনার বলেন, ‘বিএনপিকে তিন মাস আগেই সংলাপের জন্য আহ্বান জানিয়েছি। এখন আমাদের তরফ থেকে বিএনপির সঙ্গে সংলাপ করার আর কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন সব সময় তাদের স্বাগত জানায়। কমিশন শুরু থেকে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার জন্য বলেছে। আমরা চেষ্টা করছি একটি অংশগ্রহণমূলক এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে।’ 

মার্কিন ভিসা নীতির বিষয়টি কেবল সরকারের এখতিয়ারের বিষয় উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘এটি একান্ত সরকারের বিষয়। আমরা সরকার নই। এ বিষয়ে সরকার বলতে পারবে। ভিসা নীতির জন্য নয়, আমরা শুরু থেকে চেষ্টা করেছি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে। কিছুদিন আগেও আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমরা কাপুরুষের মতো কাজ করব না। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবন্ধ।’ 

নির্বাচনে ব্যালটপেপার পৌঁছে দেওয়া প্রসঙ্গে কমিশনার বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশের কিছু দুর্গম পাহাড়ি অঞ্চল এবং চরাঞ্চলে যথাযথ নিরাপত্তায় ব্যালট পেপার আগের দিন ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া বাকি কেন্দ্রে ব্যালটপেপার সকালে পাঠানো হবে। কারণ নির্বাচন নিয়ে এর আগে অনেক সমালোচনা হয়েছে, তাই এই ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন।’ 

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেট-১) এ কে এম হুমায়ুন কবির, আইডিইএ বিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত