Ajker Patrika

যুব মহাসমাবেশের মঞ্চে শেখ হাসিনা

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৬: ৪৪
যুব মহাসমাবেশের মঞ্চে শেখ হাসিনা

সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণজয়ন্তীর মহাসমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে মঞ্চে ওঠার পর তিনি সংগঠনের বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করেন।

যুব মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ সমাবেশস্থলের আশপাশের সড়কসহ এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আর শেখ হাসিনার জয়গান সংবলিত ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুণগান করে স্লোগানে মুখর রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান।

যুব মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ সমাবেশস্থলের আশপাশের সড়কসহ এলাকাগুলো জনতার সমুদ্রে পরিণত। ছবি: আজকের পত্রিকাযুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক সমাবেশে উপস্থিত আছেন।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াসহ যুবসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

সংগঠনটির নেতা-কর্মীরা জনকল্যাণমূলক কাজের পাশাপাশি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটিকে নেতৃত্ব নির্বাচনের জন্য নির্ভর করতে হচ্ছে মূল দল আওয়ামী লীগের ওপর। বিভিন্ন সাংগঠনিক জেলায় সম্মেলনও হচ্ছে নেতৃত্ব নির্বাচন ছাড়াই। 

আরো পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত