কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে বাংলাদেশে আগের ও নতুন মিলিয়ে ২৪ কোটি ডোজ টিকা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কোভিড টিকার সরবরাহ এসেছে। প্রতিনিয়ত বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টাও চলছে। এর গতি নিয়ে প্রশ্ন থাকলেও টিকার প্রাপ্তি নিয়ে এখন সংশয় অনেকটাই কেটে গেছে। নতুন করে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনার কথা ভাবা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন উৎস থেকে দেশে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ টিকা এসেছে। এ সংখ্যাই আগামী মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটিতে উন্নীত করা হবে বলে বুধবার জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে, তখন তারা পাঠাবে। বাংলাদেশের দরকার (মোট) ২৬ কোটি ডোজ টিকা। তবে যেহেতু আমরা দেশীয়ভাবে উৎপাদন করব, তাই ২৪ কোটিতেই খুশি।
এ কে আবদুল মোমেন বলেন, সিনোফার্ম কোভেক্সের কাছে টিকা বেচবে। তার থেকে আমরা পাচ্ছি। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আলাপ হয়েছে। এ সময়ে রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে লাল তালিকায় রাখা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নাগরিক আমাদের দেশে বর্তমানে রয়েছে। তারা যেতে পারছেন না। যুক্তরাজ্য নিজ নাগরিকদের সেবা দিচ্ছে না। মন্ত্রী বলেন, ব্রিটিশরা বলে আমাদের ভ্যাকসিন কম। অথচ ১৩৫টি দেশ ভ্যাকসিনে আমাদের ধারেকাছেও নেই। টিকার কথা বলে বাংলাদেশকে লাল তালিকায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক ডোজও টিকা নেয়নি এমন নাগরিকদেরও তারা আশ্রয় দিচ্ছে।
আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে বাংলাদেশে আগের ও নতুন মিলিয়ে ২৪ কোটি ডোজ টিকা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কোভিড টিকার সরবরাহ এসেছে। প্রতিনিয়ত বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টাও চলছে। এর গতি নিয়ে প্রশ্ন থাকলেও টিকার প্রাপ্তি নিয়ে এখন সংশয় অনেকটাই কেটে গেছে। নতুন করে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনার কথা ভাবা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন উৎস থেকে দেশে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ টিকা এসেছে। এ সংখ্যাই আগামী মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটিতে উন্নীত করা হবে বলে বুধবার জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে, তখন তারা পাঠাবে। বাংলাদেশের দরকার (মোট) ২৬ কোটি ডোজ টিকা। তবে যেহেতু আমরা দেশীয়ভাবে উৎপাদন করব, তাই ২৪ কোটিতেই খুশি।
এ কে আবদুল মোমেন বলেন, সিনোফার্ম কোভেক্সের কাছে টিকা বেচবে। তার থেকে আমরা পাচ্ছি। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আলাপ হয়েছে। এ সময়ে রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে লাল তালিকায় রাখা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নাগরিক আমাদের দেশে বর্তমানে রয়েছে। তারা যেতে পারছেন না। যুক্তরাজ্য নিজ নাগরিকদের সেবা দিচ্ছে না। মন্ত্রী বলেন, ব্রিটিশরা বলে আমাদের ভ্যাকসিন কম। অথচ ১৩৫টি দেশ ভ্যাকসিনে আমাদের ধারেকাছেও নেই। টিকার কথা বলে বাংলাদেশকে লাল তালিকায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক ডোজও টিকা নেয়নি এমন নাগরিকদেরও তারা আশ্রয় দিচ্ছে।
নরসিংদীর হাড়িদোয়া নদীর দখলদার ও দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকার জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নানা মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, যার বিচার আন্তর
২৯ মিনিট আগেপুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয় বোঝাতে চেয়েছে, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়—সেগুলো আমরা এড়িয়ে যাব। আমরা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। তবে আমরা এটা
১ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ মঙ্গলবার দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই উদ্বেগের কথা জানান।
৩ ঘণ্টা আগে