কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের মনোভাব বাংলাদেশকে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলাপের উল্লেখ করে দেশটির পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে অবহিত করেন, নির্বাচন প্রশ্নে ‘সংবিধান’ ও ‘মানুষের ইচ্ছাকেই’ ভারত গুরুত্ব দেয়।
আজ শনিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক ঊর্ধ্বতন কূটনীতিক আজকের পত্রিকাকে জানান, পররাষ্ট্রসচিব মোমেন সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারত নিজের মনোভাব স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টু প্লাস টু আলোচনায় সেটা উঠেছিল। ভারত জানিয়েছে, তারা সংবিধান ও মানুষের ইচ্ছাকে গুরুত্ব দেবে।
নির্বাচন নিয়ে অন্য দেশগুলোর কূটনীতিকদের দৌড়ঝাঁপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনো দেশই অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ পছন্দ করে না। বাংলাদেশ চায় না কেউ অযথা এমন বিষয়ে জড়াক।’
বিএনপিসহ সরকারবিরোধীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আন্দোলনে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ চায় দুই পক্ষের মধ্যে সংলাপ হোক। এমন পরিস্থিতিতে সংলাপের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, তিনি রাজনীতিক নয়। তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আর সরকার থেকে বলা হয়েছে, এখন আর সংলাপের সুযোগ নেই।
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রসচিব বুধবার দিল্লি যান। বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, তিস্তার পানি ভাগাভাগির চুক্তি সই এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে সহযোগিতার জন্য তাগিদ দেওয়া হয়েছে বলে মোমেন সাংবাদিকদের জানান।
দ্বিপক্ষীয় এ বৈঠকের পাশাপাশি মোমেন বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু ঢাকায় দূতাবাস নেই—এমন ৯০ দেশের ঊর্ধ্বতন কূটনীতিকদের সঙ্গে দিল্লিতে এক সভায় যোগ দেন।
অন্তত ৫০ দেশের রাষ্ট্রদূত ও অন্য দেশগুলোর মিশনপ্রধানেরা এ সভায় যোগ দেন বলে বাংলাদেশের এক কূটনীতিক জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রসচিব সভায় বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন একটি উৎসব। গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় যোগ দিতে ও পছন্দের ব্যক্তিকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচন দেখতে বাংলাদেশে আসার জন্য পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আহ্বান জানান।
বাংলাদেশে স্থিতিশীলতা ও আর্থসামাজিক উন্নতি অব্যাহত থাকায় এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের গুরুত্ব বাড়তে থাকায় এখানে দূতাবাস খুলতে নিজ নিজ সরকারকে বলার জন্য পররাষ্ট্রসচিব বিদেশি কূটনীতিকদের অনুরোধ করেন।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের মনোভাব বাংলাদেশকে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলাপের উল্লেখ করে দেশটির পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে অবহিত করেন, নির্বাচন প্রশ্নে ‘সংবিধান’ ও ‘মানুষের ইচ্ছাকেই’ ভারত গুরুত্ব দেয়।
আজ শনিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক ঊর্ধ্বতন কূটনীতিক আজকের পত্রিকাকে জানান, পররাষ্ট্রসচিব মোমেন সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারত নিজের মনোভাব স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টু প্লাস টু আলোচনায় সেটা উঠেছিল। ভারত জানিয়েছে, তারা সংবিধান ও মানুষের ইচ্ছাকে গুরুত্ব দেবে।
নির্বাচন নিয়ে অন্য দেশগুলোর কূটনীতিকদের দৌড়ঝাঁপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনো দেশই অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ পছন্দ করে না। বাংলাদেশ চায় না কেউ অযথা এমন বিষয়ে জড়াক।’
বিএনপিসহ সরকারবিরোধীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আন্দোলনে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ চায় দুই পক্ষের মধ্যে সংলাপ হোক। এমন পরিস্থিতিতে সংলাপের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, তিনি রাজনীতিক নয়। তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আর সরকার থেকে বলা হয়েছে, এখন আর সংলাপের সুযোগ নেই।
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রসচিব বুধবার দিল্লি যান। বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, তিস্তার পানি ভাগাভাগির চুক্তি সই এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে সহযোগিতার জন্য তাগিদ দেওয়া হয়েছে বলে মোমেন সাংবাদিকদের জানান।
দ্বিপক্ষীয় এ বৈঠকের পাশাপাশি মোমেন বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু ঢাকায় দূতাবাস নেই—এমন ৯০ দেশের ঊর্ধ্বতন কূটনীতিকদের সঙ্গে দিল্লিতে এক সভায় যোগ দেন।
অন্তত ৫০ দেশের রাষ্ট্রদূত ও অন্য দেশগুলোর মিশনপ্রধানেরা এ সভায় যোগ দেন বলে বাংলাদেশের এক কূটনীতিক জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রসচিব সভায় বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন একটি উৎসব। গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় যোগ দিতে ও পছন্দের ব্যক্তিকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচন দেখতে বাংলাদেশে আসার জন্য পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আহ্বান জানান।
বাংলাদেশে স্থিতিশীলতা ও আর্থসামাজিক উন্নতি অব্যাহত থাকায় এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের গুরুত্ব বাড়তে থাকায় এখানে দূতাবাস খুলতে নিজ নিজ সরকারকে বলার জন্য পররাষ্ট্রসচিব বিদেশি কূটনীতিকদের অনুরোধ করেন।
এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল
৫ ঘণ্টা আগেআপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে সরকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের ৫১৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি অনুমোদিত হয়।
৯ ঘণ্টা আগেকক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানী স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।
৯ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
১০ ঘণ্টা আগে