Ajker Patrika

বাংলাদেশের সংবিধান ও মানুষের ইচ্ছাকেই গুরুত্ব দিচ্ছে ভারত: পররাষ্ট্রসচিব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২১: ৪৪
বাংলাদেশের সংবিধান ও মানুষের ইচ্ছাকেই গুরুত্ব দিচ্ছে ভারত: পররাষ্ট্রসচিব

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের মনোভাব বাংলাদেশকে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলাপের উল্লেখ করে দেশটির পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে অবহিত করেন, নির্বাচন প্রশ্নে ‘সংবিধান’ ও ‘মানুষের ইচ্ছাকেই’ ভারত গুরুত্ব দেয়।

আজ শনিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। 

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক ঊর্ধ্বতন কূটনীতিক আজকের পত্রিকাকে জানান, পররাষ্ট্রসচিব মোমেন সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারত নিজের মনোভাব স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টু প্লাস টু আলোচনায় সেটা উঠেছিল। ভারত জানিয়েছে, তারা সংবিধান ও মানুষের ইচ্ছাকে গুরুত্ব দেবে। 

নির্বাচন নিয়ে অন্য দেশগুলোর কূটনীতিকদের দৌড়ঝাঁপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনো দেশই অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ পছন্দ করে না। বাংলাদেশ চায় না কেউ অযথা এমন বিষয়ে জড়াক।’

বিএনপিসহ সরকারবিরোধীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আন্দোলনে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ চায় দুই পক্ষের মধ্যে সংলাপ হোক। এমন পরিস্থিতিতে সংলাপের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, তিনি রাজনীতিক নয়। তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আর সরকার থেকে বলা হয়েছে, এখন আর সংলাপের সুযোগ নেই।

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রসচিব বুধবার দিল্লি যান। বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
এ বৈঠকে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, তিস্তার পানি ভাগাভাগির চুক্তি সই এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে সহযোগিতার জন্য তাগিদ দেওয়া হয়েছে বলে মোমেন সাংবাদিকদের জানান। 

দ্বিপক্ষীয় এ বৈঠকের পাশাপাশি মোমেন বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু ঢাকায় দূতাবাস নেই—এমন ৯০ দেশের ঊর্ধ্বতন কূটনীতিকদের সঙ্গে দিল্লিতে এক সভায় যোগ দেন। 

অন্তত ৫০ দেশের রাষ্ট্রদূত ও অন্য দেশগুলোর মিশনপ্রধানেরা এ সভায় যোগ দেন বলে বাংলাদেশের এক কূটনীতিক জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রসচিব সভায় বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন একটি উৎসব। গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় যোগ দিতে ও পছন্দের ব্যক্তিকে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। 

নির্বাচন দেখতে বাংলাদেশে আসার জন্য পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আহ্বান জানান।

বাংলাদেশে স্থিতিশীলতা ও আর্থসামাজিক উন্নতি অব্যাহত থাকায় এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের গুরুত্ব বাড়তে থাকায় এখানে দূতাবাস খুলতে নিজ নিজ সরকারকে বলার জন্য পররাষ্ট্রসচিব বিদেশি কূটনীতিকদের অনুরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত