রংপুর প্রতিনিধি
রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, বাংলাদেশের কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর মহানগর পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘গত দুই দিন ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের কয়েকজন সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টদের একজন দোসর, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁকে অপসারণের মাধ্যমে পুরো দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাব। যিনি ২৪-এর অভ্যুত্থানের স্পিডকে ধারণ করেন, বাংলাদেশকে আমরা যে জায়গায় ধারণ করি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন।’
সারজিস আলম আরও বলেন, ‘রাষ্ট্রপতি যে কথা বলেছেন, বাংলাদেশের জনমানুষ যারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন, তাঁরা কোনো দিন শুনতে চান না। এই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্টদের কোনো দোসর বাংলাদেশে কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তিনি তাঁর ওই কথার মাধ্যমে সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনো অপশক্তি তাঁকে ওই পদে (রাষ্ট্রপতি) বসিয়ে রাখতে পারবে না।’
পুলিশদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্য অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা যেভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাঁদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’
অপরাধের জন্য কেবল বদলি করা পুলিশের সাজা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে এসে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।
রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, বাংলাদেশের কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর মহানগর পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘গত দুই দিন ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের কয়েকজন সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টদের একজন দোসর, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁকে অপসারণের মাধ্যমে পুরো দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাব। যিনি ২৪-এর অভ্যুত্থানের স্পিডকে ধারণ করেন, বাংলাদেশকে আমরা যে জায়গায় ধারণ করি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন।’
সারজিস আলম আরও বলেন, ‘রাষ্ট্রপতি যে কথা বলেছেন, বাংলাদেশের জনমানুষ যারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন, তাঁরা কোনো দিন শুনতে চান না। এই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্টদের কোনো দোসর বাংলাদেশে কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তিনি তাঁর ওই কথার মাধ্যমে সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনো অপশক্তি তাঁকে ওই পদে (রাষ্ট্রপতি) বসিয়ে রাখতে পারবে না।’
পুলিশদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্য অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা যেভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাঁদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’
অপরাধের জন্য কেবল বদলি করা পুলিশের সাজা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে এসে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।
আহমদ রফিক ফাউন্ডেশন জানিয়েছে, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শোকযাত্রার মাধ্যমে এই ভাষাসংগ্রামীর মরদেহ নেওয়া হবে রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করে গেছেন তিনি।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা চালু হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে এক...
৩ ঘণ্টা আগেগত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছে। ওই মাসে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৪৩ জন, যা মোট নিহতের ৩৩ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৬ দশমিক ৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত...
৪ ঘণ্টা আগেপ্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকতেই পছন্দ করেন। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি বা মন্তব্য খুবই কম থাকে। তাঁর এই বিরল অনলাইন উপস্থিতি এবং অতীতের আবেগময় সম্পর্ক—এ দুটি কারণে তাঁর দেওয়া যেকোনো স্ট্যাটাস তাৎক্ষণিকভাবে..
৭ ঘণ্টা আগে