নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। বর্তমানে অনএয়ারে আছে ৩৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। শিগগিরই আরও কয়েকটি অনএয়ারে আসছে।
জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকেরা গণমাধ্যম চালান আর গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। গণমাধ্যম সমাজকে সঠিকভাবে প্রভাবিত করতে, ক্ষমতাসীনদের দৃষ্টি যেখানে যায় না সেখানে তাঁদের দৃষ্টি ফেরাতে এবং ক্ষমতাহীনদের পক্ষে কথা বলার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই গণমাধ্যমের সুষ্ঠু বিকাশ রাষ্ট্রের বিকাশের সঙ্গে সম্পর্কিত, আমরা সেটিতে বিশ্বাস করি। সাড়ে ১২ বছরে দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। ৩৫টি বেসরকারি টিভি চ্যানেল অনএয়ারে আছে, সহসাই আরও কয়েকটি অনএয়ারে আসবে।
কোনো প্রতিষ্ঠানে ১০০ জনের বেশি কর্মী থাকলে সেখানে বিমা করা বাধ্যতামূলক। এই প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমি সব গণমাধ্যমের মালিকদের প্রতি অনুরোধ জানাব বিমা আইন অনুযায়ী আপনারা আপনাদের সাংবাদিক-কর্মচারীদের বিমাটা করবেন। তাহলে সেটির পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা উপকৃত হবে, একই সঙ্গে দায়িত্বও পালন করা হবে।
মন্ত্রী বলেন, করোনাকালে অনেক গণমাধ্যমের অসুবিধা হয়েছিল, প্রায় সব গণমাধ্যমের উপার্জন কমে গিয়েছিল। সে জন্য এই চাপের পুরোটা যদি গণমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক-কর্মচারীদের ওপর দেওয়া হয় সেটি অন্যায়, সেটিই অনেক ক্ষেত্রে হয়েছে, সেটি হওয়া সমীচীন হয়নি। এখন করোনা কেটে গেছে। আমি আশা করব যাদের ছাঁটাই করা হয়েছিল, তাদের আবার কাজে ফিরিয়ে নেওয়া হবে।
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি খায়রুজ্জামান খান কামালের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। বর্তমানে অনএয়ারে আছে ৩৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। শিগগিরই আরও কয়েকটি অনএয়ারে আসছে।
জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকেরা গণমাধ্যম চালান আর গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। গণমাধ্যম সমাজকে সঠিকভাবে প্রভাবিত করতে, ক্ষমতাসীনদের দৃষ্টি যেখানে যায় না সেখানে তাঁদের দৃষ্টি ফেরাতে এবং ক্ষমতাহীনদের পক্ষে কথা বলার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই গণমাধ্যমের সুষ্ঠু বিকাশ রাষ্ট্রের বিকাশের সঙ্গে সম্পর্কিত, আমরা সেটিতে বিশ্বাস করি। সাড়ে ১২ বছরে দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। ৩৫টি বেসরকারি টিভি চ্যানেল অনএয়ারে আছে, সহসাই আরও কয়েকটি অনএয়ারে আসবে।
কোনো প্রতিষ্ঠানে ১০০ জনের বেশি কর্মী থাকলে সেখানে বিমা করা বাধ্যতামূলক। এই প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমি সব গণমাধ্যমের মালিকদের প্রতি অনুরোধ জানাব বিমা আইন অনুযায়ী আপনারা আপনাদের সাংবাদিক-কর্মচারীদের বিমাটা করবেন। তাহলে সেটির পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা উপকৃত হবে, একই সঙ্গে দায়িত্বও পালন করা হবে।
মন্ত্রী বলেন, করোনাকালে অনেক গণমাধ্যমের অসুবিধা হয়েছিল, প্রায় সব গণমাধ্যমের উপার্জন কমে গিয়েছিল। সে জন্য এই চাপের পুরোটা যদি গণমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক-কর্মচারীদের ওপর দেওয়া হয় সেটি অন্যায়, সেটিই অনেক ক্ষেত্রে হয়েছে, সেটি হওয়া সমীচীন হয়নি। এখন করোনা কেটে গেছে। আমি আশা করব যাদের ছাঁটাই করা হয়েছিল, তাদের আবার কাজে ফিরিয়ে নেওয়া হবে।
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি খায়রুজ্জামান খান কামালের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগেঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফিরে এসেছে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আজ শুক্রবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেবিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত নেতা ও উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় সারা দেশে এ পর্যন্ত ৭৬১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির তালিকায় পুলিশের ১ হাজার ১৬৮ সদস্যও রয়েছেন। তাঁদের মধ্যে পুলিশের কয়েকজন সাবেক মহাপরিদর্শক (আইজিপি) থেকে শুরু করে কনস্টেবল পদের সদস্যরা রয়েছেন। মামলায় তাঁদের বিরুদ্ধে গুলি চালানোর কিংবা গুলি...
১৩ ঘণ্টা আগে