Ajker Patrika

ডেঙ্গু: জুলাইয়ের রেকর্ড আগস্টের ১৮ দিনেই ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গু: জুলাইয়ের রেকর্ড আগস্টের ১৮ দিনেই ছুঁইছুঁই

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। চলতি মাসে দিনে গড়ে ৮৪ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। আর জুলাইয়ের রেকর্ড আগস্টের ১৮ দিনেই প্রায় ছুঁয়ে ফেলার অবস্থা!

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭১ জন। আর চলতি মাসের ১৮ দিনে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৪ জন। চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে এ সংখ্যা ছিল ৭৩৭।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৮১ জন এবং বাইরে ১২ জন। আগের দিন মোট রোগী শনাক্ত হয়েছিলেন ৯৮ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৭৭ জন এবং ঢাকার বাইরে ছিলেন ২১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১৯ জন ডেঙ্গু রোগী। আগেরদিন এ সংখ্যা ছিল ৪১৪। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫৭ জন এবং বাইরে ৬২ জন। আগেরদিন ছিলেন ৩৮৬ জন এবং বাইরে ৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৭৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৭৩৮ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৭৬ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ১১২ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ৬৯৮ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৬২৬ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৭ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন এবং আগস্টে ৭ জন মারা গেছেন।

কীটতত্ত্ববিদেরা জানান, তাঁদের ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে ৮৪ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এ জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা নিয়ন্ত্রণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত