নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কমে আসছে ডেঙ্গুর প্রকোপ। গত দুদিন ধরেই শনাক্তের সংখ্যা কমে আসছে। এ ছাড়া এই দুই দিনের কোনো মৃত্যুর ঘটনাও নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯১ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৮৮ জন এবং ঢাকার বাইরে ২০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২২৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ সময় মারা গেছেন ৫৭ জন। চলতি মাসের ১৭ দিনে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৭২ জন।
কীটতত্ত্ববিদেরা সতর্ক করে আসছিলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। পরে আস্তে আস্তে কমবে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। তবে এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই।
এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালালেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর।
কমে আসছে ডেঙ্গুর প্রকোপ। গত দুদিন ধরেই শনাক্তের সংখ্যা কমে আসছে। এ ছাড়া এই দুই দিনের কোনো মৃত্যুর ঘটনাও নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯১ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৮৮ জন এবং ঢাকার বাইরে ২০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২২৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ সময় মারা গেছেন ৫৭ জন। চলতি মাসের ১৭ দিনে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৭২ জন।
কীটতত্ত্ববিদেরা সতর্ক করে আসছিলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। পরে আস্তে আস্তে কমবে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। তবে এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই।
এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালালেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর।
পুলিশ বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। আর ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে রাজারবাগ টেলিকমে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগেজাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
২৯ মিনিট আগেচলমান ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুট পরিবর্তন করা হয়।
২ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হবে। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে
২ ঘণ্টা আগে