Ajker Patrika

কমে আসছে ডেঙ্গুর প্রকোপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কমে আসছে ডেঙ্গুর প্রকোপ

কমে আসছে ডেঙ্গুর প্রকোপ। গত দুদিন ধরেই শনাক্তের সংখ্যা কমে আসছে। এ ছাড়া এই দুই দিনের কোনো মৃত্যুর ঘটনাও নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ২৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯১ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৮৮ জন এবং ঢাকার বাইরে ২০৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২২৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ সময় মারা গেছেন ৫৭ জন। চলতি মাসের ১৭ দিনে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৭২ জন। 

কীটতত্ত্ববিদেরা সতর্ক করে আসছিলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। পরে আস্তে আস্তে কমবে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। তবে এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। 

এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালালেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত