নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল পশুহাট জমে উঠেছে। ধীরে ধীরে এটি জনপ্রিয় হচ্ছে। এ পর্যন্ত ডিজিটাল হাটে ১ লাখ ৮৪ হাজার গরু বিক্রি হয়েছে। যার মূল্য ১ হাজার ৩২৮ কোটি টাকা। আজ বুধবার সচিবালয়ে ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি ও ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এ বছর কোরবানির মোট পশুর ২৫ শতাংশ ডিজিটাল হাটে বিক্রি হবে। এই হাটে পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ জোর করে হাসিল নিলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। ফৌজদারি অপরাধ হিসেবে তাঁকে আইনের আওতায় আনা হবে। কৃষকদের কোন প্রকার হয়রানি করা হলে স্থানীয় জেলা প্রশাসন ও জেলা পুলিশকে তাৎক্ষণিক আইনি সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
শ ম রেজাউল করিম বলেন, ‘অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কোরবানির পশু পরিবহনে প্রমাণাদি থাকার পরও হয়রানি করা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বছর কোরবানির জন্য ১ কোটি ১৯ লাখ পশু সারা দেশে প্রস্তুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাশের দেশ থেকে বাংলাদেশের বাজারে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। আগামী দিনে পশু উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বাইরের দেশের পশু আসা ঠেকাতেই হবে।’
সেমিনারে মন্ত্রণালয়ের বিভিন্ন জেলা ও থানা কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ই-কমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
ডিজিটাল পশুহাট জমে উঠেছে। ধীরে ধীরে এটি জনপ্রিয় হচ্ছে। এ পর্যন্ত ডিজিটাল হাটে ১ লাখ ৮৪ হাজার গরু বিক্রি হয়েছে। যার মূল্য ১ হাজার ৩২৮ কোটি টাকা। আজ বুধবার সচিবালয়ে ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি ও ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এ বছর কোরবানির মোট পশুর ২৫ শতাংশ ডিজিটাল হাটে বিক্রি হবে। এই হাটে পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ জোর করে হাসিল নিলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। ফৌজদারি অপরাধ হিসেবে তাঁকে আইনের আওতায় আনা হবে। কৃষকদের কোন প্রকার হয়রানি করা হলে স্থানীয় জেলা প্রশাসন ও জেলা পুলিশকে তাৎক্ষণিক আইনি সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
শ ম রেজাউল করিম বলেন, ‘অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কোরবানির পশু পরিবহনে প্রমাণাদি থাকার পরও হয়রানি করা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বছর কোরবানির জন্য ১ কোটি ১৯ লাখ পশু সারা দেশে প্রস্তুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাশের দেশ থেকে বাংলাদেশের বাজারে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। আগামী দিনে পশু উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বাইরের দেশের পশু আসা ঠেকাতেই হবে।’
সেমিনারে মন্ত্রণালয়ের বিভিন্ন জেলা ও থানা কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ই-কমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধিসংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগেনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘চতুর্থ কমিশন সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৩৭ মিনিট আগেজাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ‘পাশ কাটিয়ে’ ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তি করে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকা ফাঁকির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউসসহ সংশ্লিষ্টদের দুর্নীতি খতিয়ে দেখছে
৪২ মিনিট আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে দেশের নাগরিকদের সব সেবা এক ঠিকানায় পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’, যার সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’। এই উদ্যোগের আওতায় ব্যক্তি উদ্যোক্তারা সেবাদাতা হিসেবে কাজ করার সুযোগ পাবেন এবং চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এর সঙ্গে
১ ঘণ্টা আগে