ঢাবি সংবাদদাতা
বাংলাদেশ ও চীনের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে চীন। চীনের ইউনান প্রদেশ, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক নূরজাহান বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
অনুষ্ঠানের শুরুতেই চীন ও বাংলাদেশের শিল্পীরা যৌথভাবে ইউনান প্রদেশের জনপ্রিয় লোকসংগীত ‘ছোট নদী বয়ে চলে’ এবং বাংলাদেশের কালজয়ী গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ পরিবেশন করেন। এ ছাড়া, চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন আকর্ষণীয় পরিবেশনা উপস্থাপন করা হয়।
ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও উন্নত করার সুযোগ রয়েছে। শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, তাকে আরও সহজ, আধুনিক এবং বিশ্বস্ত করে তোলা প্রয়োজন। পাশাপাশি, দুই দেশের ভিসা সেবা প্রদান প্রক্রিয়াকেও আরও সহজ করা উচিত।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক নূরজাহান বেগম বলেন, ‘বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে এই বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হচ্ছে। সাম্প্রতিক সময়ে চীনের সহায়তায় ঢাকার ধামরাই ও রংপুরে বড় হাসপাতাল নির্মাণসহ মোট তিনটি বৃহৎ হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে। এ ছাড়া, চীন বাংলাদেশকে একটি অত্যাধুনিক রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দিয়েছে। চীন সরকার বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে ১ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে। তারা বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে।’
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ইউনান প্রদেশে ফ্লাইট চালু হবে। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে টাটকা আম আমদানি করবে চীন। মে মাসের শুরুতেই চীনের জনগণ বাংলাদেশের আমের স্বাদ গ্রহণ করতে পারবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘বাংলাদেশ ও চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের বয়স ৫০ বছর হলেও, এই দুই দেশের সম্পর্ক প্রায় দুই হাজার বছরের পুরোনো। আজ আমরা সম্মিলিতভাবে এই সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করছি। এই উদ্যাপন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এই সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে আমাদের প্রায় ৫০০ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। এ ছাড়া, চীনের ১৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়াশোনা করছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে (স্যার পিজে হার্টগ হল) বসবাস করছে। আমরা নিয়মিত তাদের খোঁজখবর রাখছি।’
অধ্যাপক নিয়াজ আহমেদ খান তার সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘ছয় মাস আগে আমি চীন ভ্রমণ করেছিলাম এবং সেখানকার শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। আমি আমার পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রয়োগ করার চেষ্টা করছি এবং এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে অতিথিরা চীনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রদর্শনী সামগ্রী পরিদর্শন করেন। অতিথিদের পরিদর্শন শেষে এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বাংলাদেশ ও চীনের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে চীন। চীনের ইউনান প্রদেশ, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক নূরজাহান বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
অনুষ্ঠানের শুরুতেই চীন ও বাংলাদেশের শিল্পীরা যৌথভাবে ইউনান প্রদেশের জনপ্রিয় লোকসংগীত ‘ছোট নদী বয়ে চলে’ এবং বাংলাদেশের কালজয়ী গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ পরিবেশন করেন। এ ছাড়া, চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন আকর্ষণীয় পরিবেশনা উপস্থাপন করা হয়।
ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও উন্নত করার সুযোগ রয়েছে। শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, তাকে আরও সহজ, আধুনিক এবং বিশ্বস্ত করে তোলা প্রয়োজন। পাশাপাশি, দুই দেশের ভিসা সেবা প্রদান প্রক্রিয়াকেও আরও সহজ করা উচিত।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক নূরজাহান বেগম বলেন, ‘বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে এই বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হচ্ছে। সাম্প্রতিক সময়ে চীনের সহায়তায় ঢাকার ধামরাই ও রংপুরে বড় হাসপাতাল নির্মাণসহ মোট তিনটি বৃহৎ হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে। এ ছাড়া, চীন বাংলাদেশকে একটি অত্যাধুনিক রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দিয়েছে। চীন সরকার বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে ১ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে। তারা বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে।’
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ইউনান প্রদেশে ফ্লাইট চালু হবে। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে টাটকা আম আমদানি করবে চীন। মে মাসের শুরুতেই চীনের জনগণ বাংলাদেশের আমের স্বাদ গ্রহণ করতে পারবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘বাংলাদেশ ও চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের বয়স ৫০ বছর হলেও, এই দুই দেশের সম্পর্ক প্রায় দুই হাজার বছরের পুরোনো। আজ আমরা সম্মিলিতভাবে এই সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করছি। এই উদ্যাপন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এই সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে আমাদের প্রায় ৫০০ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। এ ছাড়া, চীনের ১৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়াশোনা করছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে (স্যার পিজে হার্টগ হল) বসবাস করছে। আমরা নিয়মিত তাদের খোঁজখবর রাখছি।’
অধ্যাপক নিয়াজ আহমেদ খান তার সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘ছয় মাস আগে আমি চীন ভ্রমণ করেছিলাম এবং সেখানকার শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। আমি আমার পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রয়োগ করার চেষ্টা করছি এবং এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে অতিথিরা চীনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রদর্শনী সামগ্রী পরিদর্শন করেন। অতিথিদের পরিদর্শন শেষে এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
২ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
২ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
২ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
৪ ঘণ্টা আগে