Ajker Patrika

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৫: ১৫
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিএনপি রাজনৈতিক দল হিসেবে নানা কৌশল নিতে পারে, কিন্তু জানমালের ক্ষতি করলে নিরাপত্তা বাহিনী তাদের মতো ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। 

আসাদুজ্জামান খান বলেন, ‘তারা (বিএনপি) বিভিন্ন জায়গায় সভা করছে, মিছিল করছে, বিক্ষোভ করছে। আমাদের কোনো আপত্তি নেই। শৃঙ্খলা রক্ষা করে তারা যদি সবকিছু শান্তিপূর্ণভাবে করতে পারে, তাহলে আমাদের বলার কিছু নেই। যদি চলাচলে বিঘ্ন করে, জানমালের ক্ষতি করে, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে।’

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ঘোষণা দিয়েছে, তখন কী হবে আমি জানি না। তারা নাকি আগামী ১০ তারিখে (ডিসেম্বর) লাখ লাখ লোক ঢাকায় আনবে । এনে আমাদের সবাইকে ঢাকা থেকে বের করে দেবে। তারা নাকি নতুন কিছু চিন্তা করছে। রাজনৈতিক দল অনেক কিছু চিন্তা করে, তাদের রণকৌশল থাকতে পারে। সেগুলো তারা করবে। আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো ধরনের জনদুর্ভোগ, জানমালের যদি ক্ষয়ক্ষতি হয়, কোনো ধরনের ক্ষতির কারণ হয়ে তারা দাঁড়ায়, তাহলে নিরাপত্তা বাহিনী নিজেদের কাজটি করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত