নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে ১৬টি শূন্য পদের বিপরীতে ২০ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়টির সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ কমিটির সদস্য অধ্যাপক ড. মোশারফ আলী, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান ও সেকশন অফিসার শারমিন চৌধুরী।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে। গত ৯ জানুয়ারি নিয়োগ বাণিজ্যে অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালে ২০ সেপ্টেম্বর প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসারের ১৬টি পদসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৬টি শূন্য পদের স্থলে আসামি শারমিন চৌধুরীসহ ২০ জনকে প্রশাসনিক কর্মকর্তা–সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।
এতে আরও বলা হয়, ১৬ পদের বিপরীতে ৮৭০ জন আবেদনকারীর ডাটা শিটে তৎকালীন উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনের স্বাক্ষর পাওয়া যায়। ডাটা শিট পর্যালোচনা করে দেখা যায় যে, ওই তালিকায় আসামি শারমিন চৌধুরীর নাম নেই। তা ছাড়া নিয়োগ কমিটির সুপারিশে তালিকার ৮৭৩ নম্বর ক্রমিকের শারমিন চৌধুরীকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও বাস্তবে ৮৭৩ নম্বর ক্রমিক ডাটা শিটে নেই। অর্থাৎ আবেদন, তথা তালিকায় না থাকার পরও জাল-জালিয়াতিপূর্ণভাবে তাঁকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ছিল, প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় শারমিন চৌধুরীর জন্ম ১৯৮৫ সালের ২০ জুন। অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে তাঁর বয়স ৩৩ বছর ৩ মাস ছিল।
দুদক জানায়, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আসামি শারমিন চৌধুরী বয়স ৩২ বছরের স্থলে ৩৩ বছর ৩ মাস থাকার পরও বেআইনিভাবে নিয়োগ, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১৬টি শূন্য পদের স্থলে ২০ জনকে নিয়োগ ও ডাটা শিটে নাম না থাকার পরও নিয়োগ দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে।
সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে ১৬টি শূন্য পদের বিপরীতে ২০ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়টির সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ কমিটির সদস্য অধ্যাপক ড. মোশারফ আলী, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান ও সেকশন অফিসার শারমিন চৌধুরী।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে। গত ৯ জানুয়ারি নিয়োগ বাণিজ্যে অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালে ২০ সেপ্টেম্বর প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসারের ১৬টি পদসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৬টি শূন্য পদের স্থলে আসামি শারমিন চৌধুরীসহ ২০ জনকে প্রশাসনিক কর্মকর্তা–সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।
এতে আরও বলা হয়, ১৬ পদের বিপরীতে ৮৭০ জন আবেদনকারীর ডাটা শিটে তৎকালীন উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনের স্বাক্ষর পাওয়া যায়। ডাটা শিট পর্যালোচনা করে দেখা যায় যে, ওই তালিকায় আসামি শারমিন চৌধুরীর নাম নেই। তা ছাড়া নিয়োগ কমিটির সুপারিশে তালিকার ৮৭৩ নম্বর ক্রমিকের শারমিন চৌধুরীকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও বাস্তবে ৮৭৩ নম্বর ক্রমিক ডাটা শিটে নেই। অর্থাৎ আবেদন, তথা তালিকায় না থাকার পরও জাল-জালিয়াতিপূর্ণভাবে তাঁকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ছিল, প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় শারমিন চৌধুরীর জন্ম ১৯৮৫ সালের ২০ জুন। অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে তাঁর বয়স ৩৩ বছর ৩ মাস ছিল।
দুদক জানায়, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আসামি শারমিন চৌধুরী বয়স ৩২ বছরের স্থলে ৩৩ বছর ৩ মাস থাকার পরও বেআইনিভাবে নিয়োগ, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১৬টি শূন্য পদের স্থলে ২০ জনকে নিয়োগ ও ডাটা শিটে নাম না থাকার পরও নিয়োগ দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে।
বিশ্বের অষ্টম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে প্রাপ্য গুরুত্ব পায় না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে খুব কমসংখ্যক বিশেষজ্ঞই বাংলাদেশ নিয়ে গভীরভাবে নজর রাখেন। ফলে, যারা দেশ সম্পর্কে ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে চায়, তাদের জন্য জনমত প্রভাবিত করা সহজ হয়ে যায়। গত এক বছর
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
১০ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
১১ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
১২ ঘণ্টা আগে