Ajker Patrika

মালয়েশিয়ায় আয়রনম্যান মেডেল পেলেন পুলিশের মিশু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়ায় আয়রনম্যান মেডেল পেলেন পুলিশের মিশু 

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে মালেশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আয়রনম্যান মেডেল অর্জন করলেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।

আয়রনম্যান প্রতিযোগিতা এক দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ প্রতিযোগিতায় বিরতিহীনভাবে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন সর্বমোট ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব ১৭ ঘণ্টার মধ্যে শেষ করতে হয়।

মিশু বিশ্বাস কৃতিত্বের সঙ্গে ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব মাত্র ১৩ ঘণ্টা ১৯ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪১ মিনিট, ১৮০ দশমিক ২ কিলোমিটার সাইকেল শেষ করেছেন ৭ ঘণ্টা ১১ মিনিট এবং ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন শেষ করেছেন ৪ ঘণ্টা ৭ মিনিটে। তিনি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১১তম স্থান অর্জন করেছেন। সিভিল সার্ভিসে তিনিই প্রথম আয়রনম্যান যিনি সফলতার সঙ্গে এই কঠিনতম চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।

নাভানা গ্রুপ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিযোগিতা তার সহযোগী পার্টনার ছিল।

ইতিপূর্বে তিনি ২০২১ সালে তুরস্ক আয়রনম্যান ৭০ দশমিক ৩ সফলভাবে সম্পন্ন করেন এবং ২০২০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, ম্যারিন ড্রাইভ ৫০ কিলোমিটার আলট্রা ম্যারাথন এবং সিঙ্গাপুর হাফ ম্যারাথন ও থাইল্যান্ড ম্যারাথন সহ প্রায় ২০টি হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত