খুলনা প্রতিনিধি
ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ‘দেশে নারী নির্যাতন প্রচুর হচ্ছে। ধর্ষণ, নির্যাতনের মতো অপরাধ যদি দমন করতে না পারি, তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব। আর এ অপরাধ সামাজিক আন্দোলন করে প্রতিরোধ করতে হবে। অপরাধ দমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। তাদের সহযোগিতা করতে হবে।’
‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার জানান, মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের কল্যাণে অচিরেই আলাদা অধিদপ্তর করা হচ্ছে। এই অধিদপ্তরের মাধ্যমে তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, ‘চব্বিশের আন্দোলনে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, যাঁদের অঙ্গহানি হয়েছে, তাঁরা নানা কষ্টে আছেন। তাঁদের কষ্ট লাঘবে সময় লাগবে।’ আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। স্বৈরাচার যদি ৫ তারিখে না যেত তাহলে কী হতো? কেউ হিসাব-নিকাশ করে আন্দোলনে নামেননি। তাঁরা ত্যাগ, সাহস ও যে চিন্তা থেকে আন্দোলন করেছেন—তেমনি আন্দোলন ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মধ্যে দেখেছিলাম।’
ফরিদা আখতার বলেন, ‘চব্বিশের আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, আর জনগণ তাঁদের পাশে ছিল। ফ্যাসিবাদীরা পালিয়েছে, কিন্তু তারা নানা ফরম্যাটে আছে। এখন আমরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে এ দেশের মানুষ ক্ষমা করবে না। আমাদের কাজেও ভুল হতে পারে, সেগুলো সংশোধন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।’
উপদেষ্টা জানান, সরকার ঘোষণা দিয়েছে, যত দিন পর্যন্ত দরকার তত দিন আহতদের চিকিৎসার খরচ সরকার দেবে। এ কাজে সরকার বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টাও বিষয়টি নিয়ে সংবেদনশীল।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ৫৩ জনকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ‘দেশে নারী নির্যাতন প্রচুর হচ্ছে। ধর্ষণ, নির্যাতনের মতো অপরাধ যদি দমন করতে না পারি, তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব। আর এ অপরাধ সামাজিক আন্দোলন করে প্রতিরোধ করতে হবে। অপরাধ দমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। তাদের সহযোগিতা করতে হবে।’
‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার জানান, মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের কল্যাণে অচিরেই আলাদা অধিদপ্তর করা হচ্ছে। এই অধিদপ্তরের মাধ্যমে তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, ‘চব্বিশের আন্দোলনে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, যাঁদের অঙ্গহানি হয়েছে, তাঁরা নানা কষ্টে আছেন। তাঁদের কষ্ট লাঘবে সময় লাগবে।’ আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। স্বৈরাচার যদি ৫ তারিখে না যেত তাহলে কী হতো? কেউ হিসাব-নিকাশ করে আন্দোলনে নামেননি। তাঁরা ত্যাগ, সাহস ও যে চিন্তা থেকে আন্দোলন করেছেন—তেমনি আন্দোলন ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মধ্যে দেখেছিলাম।’
ফরিদা আখতার বলেন, ‘চব্বিশের আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, আর জনগণ তাঁদের পাশে ছিল। ফ্যাসিবাদীরা পালিয়েছে, কিন্তু তারা নানা ফরম্যাটে আছে। এখন আমরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে এ দেশের মানুষ ক্ষমা করবে না। আমাদের কাজেও ভুল হতে পারে, সেগুলো সংশোধন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।’
উপদেষ্টা জানান, সরকার ঘোষণা দিয়েছে, যত দিন পর্যন্ত দরকার তত দিন আহতদের চিকিৎসার খরচ সরকার দেবে। এ কাজে সরকার বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টাও বিষয়টি নিয়ে সংবেদনশীল।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ৫৩ জনকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল
২ ঘণ্টা আগেআপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে সরকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের ৫১৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি অনুমোদিত হয়।
৬ ঘণ্টা আগেকক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানী স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।
৬ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
৭ ঘণ্টা আগে