নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের সব মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিস্বরূপ রুপার মেডেল দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খান বলেন, সরকার সব মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুপারিশ করেছি, আইডি কার্ডে পাশাপাশি তাঁদের ত্যাগের সম্মানসূচক একটি করে রুপার মেডেল দেওয়ার জন্য। মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নেবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সংবলিত একটি করে রুপার তৈরি পদক দেওয়ার সুপারিশ করা হয়।
মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য খরচের টাকা দেওয়া হয়। বিভিন্ন হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে এগুলো বুকলেট আকারে তাঁদের পৌঁছে দেওয়ার সুপারিশ করা হয়েছে। শাজাহান খান বলেন, অনেক মুক্তিযোদ্ধাই জানেন না যে, তাঁরা কী কী সুবিধা সরকারের কাছ থেকে পাচ্ছেন। সে জন্য এটা প্রচারের সুপারিশ করেছি।
এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরে অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশ নেন।
দেশের সব মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিস্বরূপ রুপার মেডেল দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খান বলেন, সরকার সব মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুপারিশ করেছি, আইডি কার্ডে পাশাপাশি তাঁদের ত্যাগের সম্মানসূচক একটি করে রুপার মেডেল দেওয়ার জন্য। মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নেবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সংবলিত একটি করে রুপার তৈরি পদক দেওয়ার সুপারিশ করা হয়।
মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য খরচের টাকা দেওয়া হয়। বিভিন্ন হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে এগুলো বুকলেট আকারে তাঁদের পৌঁছে দেওয়ার সুপারিশ করা হয়েছে। শাজাহান খান বলেন, অনেক মুক্তিযোদ্ধাই জানেন না যে, তাঁরা কী কী সুবিধা সরকারের কাছ থেকে পাচ্ছেন। সে জন্য এটা প্রচারের সুপারিশ করেছি।
এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরে অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশ নেন।
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থাই আশঙ্কাজনক। সরকার তাঁদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেজাতিসংঘ সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় তিনি ও তাঁর সফরসঙ্গীরা অবতরণ করেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় গতকাল সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে...
৫ ঘণ্টা আগে