নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের সব মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিস্বরূপ রুপার মেডেল দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খান বলেন, সরকার সব মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুপারিশ করেছি, আইডি কার্ডে পাশাপাশি তাঁদের ত্যাগের সম্মানসূচক একটি করে রুপার মেডেল দেওয়ার জন্য। মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নেবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সংবলিত একটি করে রুপার তৈরি পদক দেওয়ার সুপারিশ করা হয়।
মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য খরচের টাকা দেওয়া হয়। বিভিন্ন হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে এগুলো বুকলেট আকারে তাঁদের পৌঁছে দেওয়ার সুপারিশ করা হয়েছে। শাজাহান খান বলেন, অনেক মুক্তিযোদ্ধাই জানেন না যে, তাঁরা কী কী সুবিধা সরকারের কাছ থেকে পাচ্ছেন। সে জন্য এটা প্রচারের সুপারিশ করেছি।
এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরে অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশ নেন।
দেশের সব মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিস্বরূপ রুপার মেডেল দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খান বলেন, সরকার সব মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুপারিশ করেছি, আইডি কার্ডে পাশাপাশি তাঁদের ত্যাগের সম্মানসূচক একটি করে রুপার মেডেল দেওয়ার জন্য। মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নেবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সংবলিত একটি করে রুপার তৈরি পদক দেওয়ার সুপারিশ করা হয়।
মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য খরচের টাকা দেওয়া হয়। বিভিন্ন হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে এগুলো বুকলেট আকারে তাঁদের পৌঁছে দেওয়ার সুপারিশ করা হয়েছে। শাজাহান খান বলেন, অনেক মুক্তিযোদ্ধাই জানেন না যে, তাঁরা কী কী সুবিধা সরকারের কাছ থেকে পাচ্ছেন। সে জন্য এটা প্রচারের সুপারিশ করেছি।
এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরে অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশ নেন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৩৯ মিনিট আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের স্বাস্থ্য খাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, চীন সব সময় বাংলাদেশের দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু হিসেবে দুর্যোগ ও সংকটময় সময়ে সহায়তার হাত বাড়িয়ে দ
৪ ঘণ্টা আগে