Ajker Patrika

মুক্তিযোদ্ধাদের রুপার মেডেল দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযোদ্ধাদের রুপার মেডেল দেওয়ার সুপারিশ

দেশের সব মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিস্বরূপ রুপার মেডেল দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খান বলেন, সরকার সব মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুপারিশ করেছি, আইডি কার্ডে পাশাপাশি তাঁদের ত্যাগের সম্মানসূচক একটি করে রুপার মেডেল দেওয়ার জন্য। মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নেবে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সংবলিত একটি করে রুপার তৈরি পদক দেওয়ার সুপারিশ করা হয়। 

মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য খরচের টাকা দেওয়া হয়। বিভিন্ন হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে এগুলো বুকলেট আকারে তাঁদের পৌঁছে দেওয়ার সুপারিশ করা হয়েছে। শাজাহান খান বলেন, অনেক মুক্তিযোদ্ধাই জানেন না যে, তাঁরা কী কী সুবিধা সরকারের কাছ থেকে পাচ্ছেন। সে জন্য এটা প্রচারের সুপারিশ করেছি।

এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরে অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত