Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

করোনা মহামারির মধ্যে ১৭ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেবে। 

মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘এখনও (শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে) সিদ্ধান্ত হয়নি। এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। উনারা এটা নিয়ে আলাপ করছেন, কীভাবে করা যায়। তারা আগে ভ্যাকসিনেশন জোরদার করছে। যাতে ছাত্রদের ভ্যাকসিন দিয়ে দেওয়া যায়। এটা উনারা আপনাদের ব্রিফ করবেন।’ 

বিধিনিষেধ শিথিল করা হলেও বুধবার থেকে বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিক্রিয়েশন সেন্টার বা এ ধরনের গ্যাদারিংয়ে পারমিশন দেওয়া হয় নাই। 

গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। মাঝে কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তা আর সম্ভব হয়নি। গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেয়নি সরকার। গত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও এখনও সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত