কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চলতি বছর দেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ হজ করতে সৌদি আরব যেতে পারবেন। আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুই দেশের পক্ষে চুক্তিতে সই করেন। দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ও জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হজ হওয়ায় গত ১০ লাখ মানুষকে হজের সুযোগ দিয়েছিল সৌদি আরব। অন্যান্য দেশের মতো সংখ্যা কমিয়ে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়।
আর করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় ২০২১ সালে শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন। আর করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতেন।
এর আগে গতকাল রোববার সংসদে এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল।
তিনি আরও বলেন, ‘সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক।’
আরো পড়ুন:
চলতি বছর দেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ হজ করতে সৌদি আরব যেতে পারবেন। আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুই দেশের পক্ষে চুক্তিতে সই করেন। দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ও জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হজ হওয়ায় গত ১০ লাখ মানুষকে হজের সুযোগ দিয়েছিল সৌদি আরব। অন্যান্য দেশের মতো সংখ্যা কমিয়ে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়।
আর করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় ২০২১ সালে শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন। আর করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতেন।
এর আগে গতকাল রোববার সংসদে এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল।
তিনি আরও বলেন, ‘সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক।’
আরো পড়ুন:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্যপদে বদলি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানায়।
১ ঘণ্টা আগেঅর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদসহ ২০ জনের নামে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ সীমা লংঘন করে একটি রেষ্টুরেন্টের নামে প্রায় শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
১ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার (১৮ আগস্ট) পৃথক প্রজ্ঞাপনে এসব পদে রদবদল করেছে।
২ ঘণ্টা আগেআজ সোমবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি সচিব আখতার আহমেদ আরও বলেন, ‘নিবন্ধনপ্রত্যাশী বাছাইয়ে টিকে থাকা ২২টি দলের অফিস ও কমিটির তদন্তের জন্য চিঠি পাঠানো হয়েছে। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি, তাদের আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। এবার কোন কারণে বা কোন
২ ঘণ্টা আগে