Ajker Patrika

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন আইজিপি

আন্তর্জাতিক পুলিশ সংস্থা—ইন্টারপোলের ৯০ তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি গেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগামী ১৮ সম্মেলন শুরু হবে, চলবে ২১ অক্টোবর পর্যন্ত। 

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ইন্টারপোলের সম্মেলনে ১৯৫টি দেশের পুলিশ প্রতিনিধি বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, ফাইন্যান্সিয়াল ক্রাইম, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধসংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন। 

এ ছাড়া সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত নানা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময় করা হবে। 

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের সিবিআই প্রধানসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। 

আইজিপি সম্মেলনে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত