নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশি পর্যবেক্ষক সংস্থার সংখ্যা কম হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে নতুন করে আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র জানিয়েছে, এরই মধ্যে দুই শতাধিক পর্যবেক্ষক সংস্থার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে মাত্র ৬৮টি দেশি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে এই সংখ্যাকে কম বলে মনে হওয়ায় তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে আবেদন নেওয়ার পর সেগুলোর বাছাই ও শুনানি শেষ করে একসঙ্গে চূড়ান্ত তালিকার সবগুলো পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশ করবে ইসি।
এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সর্বদা আন্তরিক। সে কারণে নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশন চায়, উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করুক।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের জন্য এটি (পর্যবেক্ষক সংস্থা) প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু এবার এখন পর্যন্ত নিবন্ধনযোগ্য স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা আগের তুলনায় কম। এই সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে কমিশন।’
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন জমা নেওয়ার জন্য বৃহস্পতিবার (আজ) বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। আবেদনের জন্য সময় দেওয়া হতে পারে ১৫ দিন। এরই মধ্যে যারা বাছাইয়ে বাদ পড়েছে আগ্রহী হলে তারাও নতুন করে আবেদন করতে পারবে।
সর্বশেষ নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছিল। এবার এ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়া নতুন করে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন।
দেশি পর্যবেক্ষক সংস্থার সংখ্যা কম হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে নতুন করে আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র জানিয়েছে, এরই মধ্যে দুই শতাধিক পর্যবেক্ষক সংস্থার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে মাত্র ৬৮টি দেশি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে এই সংখ্যাকে কম বলে মনে হওয়ায় তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে আবেদন নেওয়ার পর সেগুলোর বাছাই ও শুনানি শেষ করে একসঙ্গে চূড়ান্ত তালিকার সবগুলো পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশ করবে ইসি।
এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সর্বদা আন্তরিক। সে কারণে নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশন চায়, উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করুক।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের জন্য এটি (পর্যবেক্ষক সংস্থা) প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু এবার এখন পর্যন্ত নিবন্ধনযোগ্য স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা আগের তুলনায় কম। এই সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে কমিশন।’
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন জমা নেওয়ার জন্য বৃহস্পতিবার (আজ) বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। আবেদনের জন্য সময় দেওয়া হতে পারে ১৫ দিন। এরই মধ্যে যারা বাছাইয়ে বাদ পড়েছে আগ্রহী হলে তারাও নতুন করে আবেদন করতে পারবে।
সর্বশেষ নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছিল। এবার এ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়া নতুন করে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন।
বেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, জুলাই গণ-অভ্যুত্থান-সম্পর্কিত মামলায় ৪ জেলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি করা এবং সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে
২৭ মিনিট আগেত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধিসংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘চতুর্থ কমিশন সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ‘পাশ কাটিয়ে’ ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তি করে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকা ফাঁকির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউসসহ সংশ্লিষ্টদের দুর্নীতি খতিয়ে দেখছে
১ ঘণ্টা আগে