নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের আগে থাকলেও পরে দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকেরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, দেশে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কূটনৈতিক সংকট ছিল। নির্বাচনের পর কূটনীতিকেরা মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাহলে কি বলা যায়, কূটনৈতিক সংকট যেটি ছিল, সেটি কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো তা আছে?
জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি কূটনৈতিক সংকট বলব না, তবে আমার মনে হয়, আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল। অবশ্যই আপনারা দেখেছেন, নির্বাচনের পরে সে রকম কোনো কূটনৈতিক সমস্যার সম্ভাবনা নেই।’
ভারতীয় হাইকমিশনার বলছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আইনের যেসব জটিলতা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব উন্নয়ন অংশীদার আছে, সেসব উন্নয়ন অংশীজনের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ—এগুলো সব সময় প্রয়োজন হয়। যেসব সমস্যা এবং আইনে যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকে একই রয়েছে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আইনে যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন আমাদের দেশেও সম্ভাবনা আছে কি না এবং আমাদের দেশে আইনে যেসব পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে আমরা সব সময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’
হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ভারতে ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে বাংলাদেশের ১ হাজার ২০৬ জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ভারতের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এসব বিষয় নিয়েই আলাপ-আলোচনা হয়েছে।’
নির্বাচনের আগে থাকলেও পরে দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকেরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, দেশে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কূটনৈতিক সংকট ছিল। নির্বাচনের পর কূটনীতিকেরা মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাহলে কি বলা যায়, কূটনৈতিক সংকট যেটি ছিল, সেটি কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো তা আছে?
জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি কূটনৈতিক সংকট বলব না, তবে আমার মনে হয়, আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল। অবশ্যই আপনারা দেখেছেন, নির্বাচনের পরে সে রকম কোনো কূটনৈতিক সমস্যার সম্ভাবনা নেই।’
ভারতীয় হাইকমিশনার বলছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আইনের যেসব জটিলতা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব উন্নয়ন অংশীদার আছে, সেসব উন্নয়ন অংশীজনের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ—এগুলো সব সময় প্রয়োজন হয়। যেসব সমস্যা এবং আইনে যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকে একই রয়েছে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আইনে যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন আমাদের দেশেও সম্ভাবনা আছে কি না এবং আমাদের দেশে আইনে যেসব পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে আমরা সব সময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’
হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ভারতে ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে বাংলাদেশের ১ হাজার ২০৬ জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ভারতের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এসব বিষয় নিয়েই আলাপ-আলোচনা হয়েছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।
৪৪ মিনিট আগেদুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও শারীরিক সক্ষমতাবিহীন ব্যক্তিদের হজে না নেওয়ার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেন তিনি।
১ ঘণ্টা আগেআদেশে বলা হয়, সাদা পাথর অপসারণে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কমিটি করে আদালতে প্রতিবেদন দিতে হবে। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপককে রাখতে হবে। পাশাপাশি সাদা পাথরের ওই এলাকা পর্যবেক্ষণের জন্য মনিটরিং টিম গঠন করতে হবে।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিনিয়র কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় অবতরণের পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁর সন্দেহজনক আচরণ...
৩ ঘণ্টা আগে