Ajker Patrika

রোববার থেকে প্রতিদিন ৪ ঘন্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশনে গ্যাস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩: ৩১
রোববার থেকে প্রতিদিন ৪ ঘন্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশনে গ্যাস বিক্রি

পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে যানবাহনে গ্যাস বিক্রি।

আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বহাল থাকবে এ সিদ্ধান্ত।

সিএনজি স্টেশনে গ্যাস বিক্রিতে রেশনিংয়ের সিদ্ধান্ত আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। তিনি বলেন, 'বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনসমূহে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।' 

জানা গেছে, দেশে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামূলক কম। আর বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এ সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় বা পিক আওয়ার। পিক আওয়ারে কম দামে নিরবচ্ছিন্ন উৎপাদন করতে গিয়ে গ্যাসের সংকট দেখা দেয় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে। 

গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের জন্য গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর উপস্থিতিতে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। 

এতে সিদ্ধান্ত নেওয়া হয়, সিএনজি স্টেশনগুলো ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। কিন্তু ১৪ সেপ্টেম্বর পেট্রোবাংলার সঙ্গে বৈঠক করে সিএনজি স্টেশন মালিকেরা গ্যাস বিক্রি বন্ধের সময় তিন ঘণ্টায় নামিয়ে আনার দাবি জানায়। এরই প্রেক্ষিতে বুধবার নতুন সিদ্ধান্ত জানাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত