নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।
আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব শফিউল আজিম।
ইসি সচিব বলেন, ৫ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি। তাতে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন চারজনকে আটক করা হয়েছে। তিনজনকে ছোটখাটো জরিমানা করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনারা জানেন যে আমাদের দেশে গ্রামাঞ্চলের লোকজন কাজকর্ম শেষ করে ভোটের জন্য আসেন। শেষের দিকে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। সুতরাং ১২টার সময় যদি ১৭-১৮ শতাংশের মতো হয়। তাহলে আমরা ধারণা করতে পারি যে, শেষ ভাগে গিয়ে এটি আরও অনেক বেশি বেড়ে যাবে।
ইসি সচিব বলেন, ‘আমরা যেটা চাই, কমপ্লিট একটা আদর্শ নির্বাচন। এটি আমাদের উদ্দেশ্য, সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স। এখানে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের মাসল শো করার সুযোগ নেই। যাঁরা ভোট দিতে আসবেন, তাঁরা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ইচ্ছামতো ভোট দিতে পারেন, সেই পরিবেশটা আমরা সবাই মিলে এনশিওর করছি। সব দিক থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, মানুষ তাদের সুবিধামতো স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি বিকেল বেলা ভোট আরও বাড়বে।’
চলমান উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।
আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব শফিউল আজিম।
ইসি সচিব বলেন, ৫ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি। তাতে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন চারজনকে আটক করা হয়েছে। তিনজনকে ছোটখাটো জরিমানা করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনারা জানেন যে আমাদের দেশে গ্রামাঞ্চলের লোকজন কাজকর্ম শেষ করে ভোটের জন্য আসেন। শেষের দিকে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। সুতরাং ১২টার সময় যদি ১৭-১৮ শতাংশের মতো হয়। তাহলে আমরা ধারণা করতে পারি যে, শেষ ভাগে গিয়ে এটি আরও অনেক বেশি বেড়ে যাবে।
ইসি সচিব বলেন, ‘আমরা যেটা চাই, কমপ্লিট একটা আদর্শ নির্বাচন। এটি আমাদের উদ্দেশ্য, সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স। এখানে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের মাসল শো করার সুযোগ নেই। যাঁরা ভোট দিতে আসবেন, তাঁরা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ইচ্ছামতো ভোট দিতে পারেন, সেই পরিবেশটা আমরা সবাই মিলে এনশিওর করছি। সব দিক থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, মানুষ তাদের সুবিধামতো স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি বিকেল বেলা ভোট আরও বাড়বে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
৪ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৪ ঘণ্টা আগে১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
৬ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
৭ ঘণ্টা আগে