Ajker Patrika

পশ্চিমা তিন দেশ মিলে ১২ লাখ টিকা দিল বাংলাদেশকে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পশ্চিমা তিন দেশ মিলে ১২ লাখ টিকা দিল বাংলাদেশকে

পশ্চিমা তিন দেশ নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড মিলে বাংলাদেশকে করোনার ১২ লাখ ডোজ টিকা দিয়েছে। আজ রোববার বিকেলে দেশ তিনটির রাষ্ট্রদূত বাংলাদেশের কাছে এ টিকা হস্তান্তর করেন। 

সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ের কাছ থেকে টিকার অনুদান গ্রহণ নিয়ে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত প্রতীকীভাবে এই টিকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সরকারের পক্ষে টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ (পশ্চিম) ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে ১২ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বরাদ্দ এবং সরবরাহ করার জন্য কোভ্যাক্সকে স্বাগত জানান। এ ১২ লাখ টিকার মধ্যে সুইডেনের ৫ লাখ ৩৫ হাজার ২০০, সুইজারল্যান্ডের ৪ লাখ ৪৬ হাজার এবং নরওয়ের ২ লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা দিয়েছে। রাষ্ট্রদূতগণ করোনা টিকার এই ডোজগুলো বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান। 

করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ের কাছ থেকে ১২ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা গত ৯ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছায়। এ সম্পর্কিত এক যৌথ বিবৃতিতে ঢাকায় নিযুক্ত এই তিন দেশের রাষ্ট্রদূত মহামারি মোকাবিলায় একটি কার্যকর বহুপক্ষীয় পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নিরাপদ ও কার্যকর করোনা টিকার দ্রুত এবং সম বণ্টনের বিষয়ে নিজ নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে জানানো হয়, তিনটি দেশেই বহুপক্ষীয় অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর (এসিটি-এ) উদ্যোগে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। করোনাকালের শুরু থেকেই, তারা বাংলাদেশজুড়ে বিভিন্ন উদ্যোগে দ্বিপক্ষীয়ভাবে অবদান রেখে চলেছে। তাদের সহায়তা ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত