কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পশ্চিমা তিন দেশ নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড মিলে বাংলাদেশকে করোনার ১২ লাখ ডোজ টিকা দিয়েছে। আজ রোববার বিকেলে দেশ তিনটির রাষ্ট্রদূত বাংলাদেশের কাছে এ টিকা হস্তান্তর করেন।
সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ের কাছ থেকে টিকার অনুদান গ্রহণ নিয়ে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত প্রতীকীভাবে এই টিকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সরকারের পক্ষে টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ (পশ্চিম) ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে ১২ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বরাদ্দ এবং সরবরাহ করার জন্য কোভ্যাক্সকে স্বাগত জানান। এ ১২ লাখ টিকার মধ্যে সুইডেনের ৫ লাখ ৩৫ হাজার ২০০, সুইজারল্যান্ডের ৪ লাখ ৪৬ হাজার এবং নরওয়ের ২ লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা দিয়েছে। রাষ্ট্রদূতগণ করোনা টিকার এই ডোজগুলো বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান।
করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ের কাছ থেকে ১২ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা গত ৯ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছায়। এ সম্পর্কিত এক যৌথ বিবৃতিতে ঢাকায় নিযুক্ত এই তিন দেশের রাষ্ট্রদূত মহামারি মোকাবিলায় একটি কার্যকর বহুপক্ষীয় পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নিরাপদ ও কার্যকর করোনা টিকার দ্রুত এবং সম বণ্টনের বিষয়ে নিজ নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, তিনটি দেশেই বহুপক্ষীয় অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর (এসিটি-এ) উদ্যোগে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। করোনাকালের শুরু থেকেই, তারা বাংলাদেশজুড়ে বিভিন্ন উদ্যোগে দ্বিপক্ষীয়ভাবে অবদান রেখে চলেছে। তাদের সহায়তা ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছেছে।
পশ্চিমা তিন দেশ নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড মিলে বাংলাদেশকে করোনার ১২ লাখ ডোজ টিকা দিয়েছে। আজ রোববার বিকেলে দেশ তিনটির রাষ্ট্রদূত বাংলাদেশের কাছে এ টিকা হস্তান্তর করেন।
সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ের কাছ থেকে টিকার অনুদান গ্রহণ নিয়ে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত প্রতীকীভাবে এই টিকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সরকারের পক্ষে টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ (পশ্চিম) ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে ১২ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বরাদ্দ এবং সরবরাহ করার জন্য কোভ্যাক্সকে স্বাগত জানান। এ ১২ লাখ টিকার মধ্যে সুইডেনের ৫ লাখ ৩৫ হাজার ২০০, সুইজারল্যান্ডের ৪ লাখ ৪৬ হাজার এবং নরওয়ের ২ লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা দিয়েছে। রাষ্ট্রদূতগণ করোনা টিকার এই ডোজগুলো বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান।
করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ের কাছ থেকে ১২ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা গত ৯ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছায়। এ সম্পর্কিত এক যৌথ বিবৃতিতে ঢাকায় নিযুক্ত এই তিন দেশের রাষ্ট্রদূত মহামারি মোকাবিলায় একটি কার্যকর বহুপক্ষীয় পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নিরাপদ ও কার্যকর করোনা টিকার দ্রুত এবং সম বণ্টনের বিষয়ে নিজ নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, তিনটি দেশেই বহুপক্ষীয় অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর (এসিটি-এ) উদ্যোগে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। করোনাকালের শুরু থেকেই, তারা বাংলাদেশজুড়ে বিভিন্ন উদ্যোগে দ্বিপক্ষীয়ভাবে অবদান রেখে চলেছে। তাদের সহায়তা ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছেছে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে