Ajker Patrika

ডিসেম্বর থেকে আসতে শুরু করবে ভারতের টিকার বাকি চালান: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর থেকে আসতে শুরু করবে ভারতের টিকার বাকি চালান: সালমান এফ রহমান

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা করোনাভাইরাসের টিকার বাকি চালানগুলো ডিসেম্বর থেকেই দেশে আসতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এ ছাড়া ২০২২ সালের মধ্যে বাংলাদেশেই করোনার টিকা উৎপাদন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান। 

সালমান এফ রহমান বলেন, ‘আগামী মাস থেকে ভারত থেকে আবার টিকা আসা শুরু করবে। আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে ভারত থেকে সব টিকা চলে আসবে।’ 

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ভারতে উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে সেরাম ইনস্টিটিউট। এ কোম্পানি থেকে তিন কোটি ডোজ টিকা কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। ওই চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা এনে বাংলাদেশে সরবরাহ করার দায়িত্ব বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। কিন্তু গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে দুই চালানে মোট ৭০ লাখ ডোজ টিকা আসার পর আর টিকা পাঠায়নি ভারত। ডিসেম্বর থেকে এই টিকার বাকি চালান আসতে শুরু করবে বলেই জানিয়েছেন সালমান এফ রহমান।
 
বাংলাদেশে টিকা উৎপাদন শুরুর বিষয়ে বেক্সিমকো গ্রুপের এই কর্ণধার বলেন, ‘ইনসেপ্টার টিকা তৈরি করার সমস্ত সক্ষমতা আছে। চায়নার সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ঠিক হয়ে গেলে তারা উৎপাদনে যেতে পারবে।’ আর বেক্সিমকো আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই টিকা উৎপাদনের ‘সক্ষমতা অর্জন করবে’ বলে জানান সালমান এফ রহমান। 

মিট দ্য রিপোর্টার্সে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
 
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, আমার মনে হয় এটি কমে আসবে। দাম কমে আগের পর্যায়ে না গেলেও এটি কমবে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে যে পরিবহনের ভাড়া বেড়েছে তা কিন্তু নয়। বরং শিপিংয়ের খরচ অনেক বেড়ে গেছে। শিপিংয়ের সঙ্গে সম্পৃক্ত কন্টেনারের পরিবহনেও খরচ অনেক বেড়েছে। 

পুঁজিবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, উন্নত বিশ্বের পুঁজিবাজারের চিত্র পুরো উল্টো বাংলাদেশে। আমাদের পুঁজিবাজার ইক্যুইটি ভিত্তিক। এখানে বন্ড মার্কেট নেই। বন্ড মার্কেটের উন্নয়নে আমরা কাজ করছি। বর্তমান চেয়ারম্যান ও কমিশনারও এ বিষয়ে আন্তরিক। আশা করায় যায়, বন্ড মার্কেট জনপ্রিয় হলে পুঁজিবাজার চাঙ্গা হবে। 

মিট দ্য রিপোর্টার্সে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত