Ajker Patrika

এবার নিবন্ধনের দৌড়ে এগিয়ে থাকা বিএনএমের বিরুদ্ধে ইসিতে অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৫: ৩১
এবার নিবন্ধনের দৌড়ে এগিয়ে থাকা বিএনএমের বিরুদ্ধে ইসিতে অভিযোগ 

নিবন্ধন পেতে যাওয়া নতুন দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা পড়েছে। বিএনএমের ২০টি উপজেলার সঠিক তথ্য পাওয়া যায়নি দাবি করে আইনজীবী আবু নাসের খান জনস্বার্থে আজ রোববার ইসির প্রাপ্তি জারি শাখায় ইসি সচিব বরাবর লিখিত অভিযোগ জমা দেন। 

আবু নাসের খান তাঁর লিখিত অভিযোগে বলেন, ‘মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলটির ৮০টি উপজেলার তথ্য সম্পূর্ণ ঠিক পাওয়া গেছে এবং ২০টি উপজেলা বা থানার সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। সম্পূর্ণ সঠিক পাওয়া যায়নি এ রকম উপজেলা ও থানাসমূহের ১০ শতাংশ অর্থাৎ, মাত্র দুটি উপজেলা (রাজশাহী জেলার বাগমারা ও পুঠিয়া উপজেলা) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ১৮টি উপজেলায় বিএনএমের সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। তা যাচাই-বাছাই না করেই কমিশন এই দলকে সব শর্ত পূরণ করেছে মর্মে নিবন্ধনের জন্য বাছাই করেছে। কমিশনের নিজের দেওয়া তথ্য ও উপাত্ত অনুযায়ী এই স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের জন্য পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। আমি মনে করি এই ভুলের জন্য ভবিষ্যতে কমিশনকে মারাত্মক আইনি চ্যালেঞ্জ এমনকি বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে। কমিশন যদি এ রকম ত্রুটি ও বিভ্রান্তিকর পন্থার একটি দলকে নিবন্ধন প্রদান করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বৈষম্যমূলক আচরণে দায়ী হতে পারে, যা সংবিধান ও আইনের চরম লঙ্ঘন।’ 

এই আইনজীবী লিখিত বক্তব্যে আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে প্রতীয়মান হয় দলটি একটি কার্যকর রাজনৈতিক দল নয় বরং একটি ভুঁইফোড় অকার্যকর রাজনৈতিক সংগঠন। 

এর আগে বৃহস্পতিবার বিএসপি চেয়ারম্যানের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ জমা দেন তাঁর আপন ছোট ভাই। 
 
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির নিবন্ধন পেতে ৯৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে টিকে যায় ১২টি দল। তদন্ত শেষে গত রোববার মাত্র দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় কমিশন। এরপর কারও কোনো আপত্তি আছে কি না, তা জানার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাবি আপত্তি জানাতে বলে ইসি। দাবি আপত্তি শেষে এ দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তবে এর মধ্যেই দুটি দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত