Ajker Patrika

‘অভ্যন্তরীণ ইস্যুতে সীমালঙ্ঘন করলে বিদেশিদের সাবধান করা হবে’

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
‘অভ্যন্তরীণ ইস্যুতে সীমালঙ্ঘন করলে বিদেশিদের সাবধান করা হবে’

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি রাষ্ট্রের দূতরা সীমালঙ্ঘন করলে সাবধান করে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের নির্বাচন ইস্যুতে মন্তব্য করার কারণ হিসেবে সাংবাদিকদেরই অনেকটা দায়ী করেন সচিব। 

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। 

নির্বাচন ইস্যুতে বন্ধু রাষ্ট্রগুলোর দূতদের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আপনারা (সাংবাদিকেরা) তাঁদের মন্তব্য চাচ্ছেন বলে তাঁরা মন্তব্য করছেন। আপনারা যদি বিদেশিদের কাছে সারাক্ষণ মন্তব্য চাইতে থাকেন আমাদের নিজস্ব নির্বাচন নিয়ে, তাহলে তো তাঁরা উৎসাহিত বোধ করবেন।’ 

নির্বাচন ইস্যুতে মন্তব্য বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের সঙ্গে কোনো আলোচনা করবে কি না- এ প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগে থাকি। কিছুদিন আগেও আমাদের মন্ত্রীরা তাঁদের সঙ্গে বৈঠক করেছেন। আমরাও বিভিন্ন ইস্যুতে তাঁদের সঙ্গে বৈঠক করি। আমরা তো কখনই চাইব না যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ হোক বা সেই ধরনের কোনো মন্তব্য আসুক।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের সবাইকে আরও একটু সংযত হওয়া দরকার। যাতে করে আমাদের যদি নিজস্ব কোনো সমস্যা থাকে, আমরা নিজেরাই সেগুলো সমাধানের চেষ্টা করাটাই ভালো, বিদেশিদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনার আগে। তবে স্বাভাবিকভাবেই বিদেশিরা যেহেতু আমাদের উন্নয়ন অংশীদার, তাঁদের আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ থাকতেই পারে।’

সচিব বলেন, ‘আগ্রহ থাকা এক জিনিস, আর আমাদের উপদেশ দেওয়া আরেক জিনিস। এ ক্ষেত্রে তাঁরা যদি কোনো রকমের সীমালঙ্ঘন করেন, তাহলে অবশ্যই তাঁদের সাবধান করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত