Ajker Patrika

বন্যাকবলিত পাকিস্তানের সহায়তায় বাংলাদেশের দেড় কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যাকবলিত পাকিস্তানের সহায়তায় বাংলাদেশের দেড় কোটি টাকা বরাদ্দ

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রায় দেড় কোটি টাকার সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। সাহায্যের জন্য পাঠানো হচ্ছে বিস্কুট, ড্রাইকেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল এবং তাঁবু। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার এ বরাদ্দ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে ক্রয়পূর্বক পাকিস্তানে পাঠানোর জন্য ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাইকেক, ১ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, ৫ হাজার পিস মশারি, ২ হাজার পিস কম্বল এবং ২ হাজার পিস তাঁবু। 

ভয়াবহতম বন্যায় ধুঁকছে দক্ষিণ পাকিস্তান। দেশটির তিন ভাগের এক ভাগ পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। আকস্মিক ভয়াবহ বন্যায় রাস্তা, বাড়িঘর ও কৃষকের ফসল ভেসে গেছে। পুরো পাকিস্তান মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি। জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত ১ হাজার ১৬২ জন বন্যার কারণে মারা গেছেন। ধারণা করা হচ্ছে ৩ কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত