নিজস্ব প্রতিবেদক
ঢাকা: গণপরিবহন চালু রেখে বর্ধিত লকডাউন আজ সোমবার থেকে শুরু হয়েছে। অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছে দূরপাল্লার বাস, যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে কি না, তা পরিদর্শনে আজ সকালে কমলাপুর রেলস্টেশনে যান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে মাস্ক পরে ভ্রমণ করার আহ্বান জানান।
রেলমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, ‘শুধু অনলাইনেই ট্রেনের টিকিট পাওয়া যাবে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ট্রেনের অর্ধেক টিকিট ব্লক করা আছে। তাই অনলাইনে চাইলেও কেউ পাশাপাশি দুই সিটের টিকিট কিনতে পারবেন না। যাত্রীদের চলাচল নিরুৎসাহিত করতেই আমরা এই ব্যবস্থা নিয়েছি।’
অনলাইনে টিকিট কাটায় অনেকেই পারদর্শী নন, সে ক্ষেত্রে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে। যাঁরা অনলাইনের সঙ্গে অভ্যস্ত নন তাঁরা আস্তে আস্তে শিখে নেবেন। মানুষ তো বিকাশ, নগদ ব্যবহার করাও শিখেছে। ট্রেনের টিকিট কার্যক্রম ভবিষ্যতে পুরোটাই অনলাইনে করার চিন্তা রয়েছে আমাদের।’
বেসরকারি ব্যবস্থাপনায় চলা লোকাল ট্রেনের টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়নি। কেউ যদি বেশি দাম রাখে, সে ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আজকে থেকে আমরা রেল যোগাযোগ চালু করেছি। রেলে যাত্রী বহনের ক্ষেত্রে সব স্বাস্থ্যবিধি মানা হবে। সারা দেশে ১০৮টি ট্রেন চলাচল করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা ৫৬টি ট্রেন চালু করেছি। টিকিট ছাড়া কেউ যেন প্ল্যাটফর্মে না আসতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে যাত্রীদের চাপ নিয়ন্ত্রণ করা যাবে।’
রেলকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজাতে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রেলের কর্মকর্তা–কর্মচারীদের উদ্বুদ্ধ করছি যেন তাঁরা এটাকে শুধু চাকরি হিসেবে না দেখেন। নিজ নিজ জায়গা থেকে সবাই যেন দায়িত্ব পালন করেন, সেদিকে আমরা নজর দিচ্ছি।’
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ রেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা: গণপরিবহন চালু রেখে বর্ধিত লকডাউন আজ সোমবার থেকে শুরু হয়েছে। অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছে দূরপাল্লার বাস, যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করছে কি না, তা পরিদর্শনে আজ সকালে কমলাপুর রেলস্টেশনে যান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে মাস্ক পরে ভ্রমণ করার আহ্বান জানান।
রেলমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, ‘শুধু অনলাইনেই ট্রেনের টিকিট পাওয়া যাবে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ট্রেনের অর্ধেক টিকিট ব্লক করা আছে। তাই অনলাইনে চাইলেও কেউ পাশাপাশি দুই সিটের টিকিট কিনতে পারবেন না। যাত্রীদের চলাচল নিরুৎসাহিত করতেই আমরা এই ব্যবস্থা নিয়েছি।’
অনলাইনে টিকিট কাটায় অনেকেই পারদর্শী নন, সে ক্ষেত্রে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে। যাঁরা অনলাইনের সঙ্গে অভ্যস্ত নন তাঁরা আস্তে আস্তে শিখে নেবেন। মানুষ তো বিকাশ, নগদ ব্যবহার করাও শিখেছে। ট্রেনের টিকিট কার্যক্রম ভবিষ্যতে পুরোটাই অনলাইনে করার চিন্তা রয়েছে আমাদের।’
বেসরকারি ব্যবস্থাপনায় চলা লোকাল ট্রেনের টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়নি। কেউ যদি বেশি দাম রাখে, সে ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আজকে থেকে আমরা রেল যোগাযোগ চালু করেছি। রেলে যাত্রী বহনের ক্ষেত্রে সব স্বাস্থ্যবিধি মানা হবে। সারা দেশে ১০৮টি ট্রেন চলাচল করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা ৫৬টি ট্রেন চালু করেছি। টিকিট ছাড়া কেউ যেন প্ল্যাটফর্মে না আসতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে যাত্রীদের চাপ নিয়ন্ত্রণ করা যাবে।’
রেলকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজাতে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রেলের কর্মকর্তা–কর্মচারীদের উদ্বুদ্ধ করছি যেন তাঁরা এটাকে শুধু চাকরি হিসেবে না দেখেন। নিজ নিজ জায়গা থেকে সবাই যেন দায়িত্ব পালন করেন, সেদিকে আমরা নজর দিচ্ছি।’
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ রেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে একাধিক দাবির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা প্রদানের দাবিটি এসেছে...
১ ঘণ্টা আগেমানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
২ ঘণ্টা আগে‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৪ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, জুলাই গণ-অভ্যুত্থান-সম্পর্কিত মামলায় ৪ জেলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি করা এবং সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে
৪ ঘণ্টা আগে