নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল বৃহস্পতিবার থেকে চিঠি দেওয়ার মাধ্যমে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ জুলাই থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সংলাপ। প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।
অশোক কুমার দেবনাথ জানান, সংলাপের জন্য যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা অনুযায়ী ১৭ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এবারের সংলাপ। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—এই তিন দলের সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপ হবে বলে নির্ধারণ করা হয়েছে। বাকি সব দলের সঙ্গে এক ঘণ্টা করে সংলাপে বসবে ইসি। সব শেষে ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার মধ্য দিয়ে শেষ হবে এবারের সংলাপ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনা হবে। প্রতিটি নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে। এই কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।’
গত কমিশনের আমলে দেখা গেছে সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো মূলত বই আকারে প্রকাশ করেই দায়িত্ব সেরে ফেলেছিল ইসি। এগুলো বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবারও তেমন কিছু হবে কি না জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘সময় হলে দেখা যাবে।’
আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপে বসবে বলে জানিয়েছে ইসি। বিএনপিকে নির্বাচনে আনতে বিশেষ কিছু করছেন কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘সব দলকেই চিঠি দেওয়া হবে। সব দলই ইসির কাছে সমান।’
আগামীকাল বৃহস্পতিবার থেকে চিঠি দেওয়ার মাধ্যমে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ জুলাই থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সংলাপ। প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।
অশোক কুমার দেবনাথ জানান, সংলাপের জন্য যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা অনুযায়ী ১৭ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এবারের সংলাপ। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—এই তিন দলের সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপ হবে বলে নির্ধারণ করা হয়েছে। বাকি সব দলের সঙ্গে এক ঘণ্টা করে সংলাপে বসবে ইসি। সব শেষে ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার মধ্য দিয়ে শেষ হবে এবারের সংলাপ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনা হবে। প্রতিটি নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে। এই কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।’
গত কমিশনের আমলে দেখা গেছে সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো মূলত বই আকারে প্রকাশ করেই দায়িত্ব সেরে ফেলেছিল ইসি। এগুলো বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবারও তেমন কিছু হবে কি না জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘সময় হলে দেখা যাবে।’
আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপে বসবে বলে জানিয়েছে ইসি। বিএনপিকে নির্বাচনে আনতে বিশেষ কিছু করছেন কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘সব দলকেই চিঠি দেওয়া হবে। সব দলই ইসির কাছে সমান।’
দেশের বিভিন্ন অঞ্চলে জলাতঙ্ক রোগ প্রতিরোধের সরকারি টিকার (র্যাবিক্স-ভিসি) সংকট দেখা দিয়েছে। ফলে প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার ব্যক্তিদের নিজের টাকায় টিকা কিনতে হচ্ছে। জানা গেছে, কেন্দ্রীয়ভাবে সরকারের কাছে মজুত টিকা চলতি মে মাসেই শেষ হচ্ছে। বেশির ভাগ জেলা-উপজেলায় স্বল্পসংখ্যক টিকা রাখা হয়েছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের দেশটিতে ফেরত পাঠাতে একটি ত্রিপক্ষীয় উদ্যোগের সূচনা করেছিল চীন। চীন এ উদ্যোগ স্থগিত করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল বৃহস্পতিবার ঢাকায় এ কথা জানান।
৩ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ (কিরণ) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৮ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারে মানুষের অংশগ্রহণ নিশ্চিতে জরিপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রাথমিকভাবে হাউসহোল্ড (খানা) জরিপ ও অনলাইন জরিপ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন সিদ্ধ
৯ ঘণ্টা আগে