Ajker Patrika

১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি

আগামীকাল বৃহস্পতিবার থেকে চিঠি দেওয়ার মাধ্যমে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ জুলাই থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সংলাপ। প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে। 

অশোক কুমার দেবনাথ জানান, সংলাপের জন্য যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা অনুযায়ী ১৭ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এবারের সংলাপ।  আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—এই তিন দলের সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপ হবে বলে নির্ধারণ করা হয়েছে।  বাকি সব দলের সঙ্গে এক ঘণ্টা করে সংলাপে বসবে ইসি। সব শেষে ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার মধ্য দিয়ে শেষ হবে এবারের সংলাপ। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন,   ‘সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনা হবে। প্রতিটি নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে। এই কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।’ 

গত কমিশনের আমলে দেখা গেছে সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো মূলত বই আকারে প্রকাশ করেই দায়িত্ব সেরে ফেলেছিল ইসি। এগুলো বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবারও তেমন কিছু হবে কি না জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘সময় হলে দেখা যাবে।’ 

আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপে বসবে বলে জানিয়েছে ইসি। বিএনপিকে নির্বাচনে আনতে বিশেষ কিছু করছেন কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘সব দলকেই চিঠি দেওয়া হবে। সব দলই ইসির কাছে সমান।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত