নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আজ মঙ্গলবার ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৬, ফরিদপুর অঞ্চলে ৫, চট্টগ্রাম অঞ্চলে ৬, ময়মনসিংহ অঞ্চলে ৯, বরিশাল অঞ্চলে ২, খুলনা অঞ্চলে ৮, রংপুর অঞ্চলে ২, সিলেট অঞ্চলে ১ ও কুমিল্লা অঞ্চলে ৩টি আবেদন জমা পড়েছে। প্রথম দিন রাজশাহী অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার আপিল আবেদনকারীদের মধ্যে ৩০ জন স্বতন্ত্র, আওয়ামী লীগের একজন এবং জাতীয় পার্টি তিনজন প্রার্থী রয়েছেন। আপিলকারীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আল মামুন। মুন্সিগঞ্জ–১ আসনে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত যশোর–১ আসনে মো. আক্তারুজ্জামান, খুলনা–৬ আসনে শফিকুল ইসলাম মধু, কুমিল্লা–২ আসনে এটিএম মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে উভয়ের জন্যই আপিল করা যায়। আপিল করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আপিল করতে পারবেন। আপিল শুনানি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেব।’
শাহজাহান ওমর কেন এসেছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার বিষয় না।’
অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ বিষয়ে সিইসি বলেন, ‘আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।’
যেসব কারণে প্রার্থিতা বাতিল
সমর্থনসূচক তালিকা অসম্পূর্ণ ও অসংগতি, হলফনামায় স্বাক্ষর নেই, শিক্ষাগত যোগ্যতা যথাযথ প্রমাণ দাখিল করতে না পারা, ১% ভোটারের প্রয়োজনীয় সংখ্যা স্বাক্ষরযুক্ত কপি সংযুক্ত না করা, ১% সমর্থনসূচক তালিকার গরমিল, আয়কর রিটার্নের কাগজ দাখিল না করা, কর খেলাপি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর অতিক্রান্ত না হওয়া, ঋণ খেলাপি, লাভজনক পদ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পদত্যাগপত্র জমা না দেওয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে রয়েছেন, মনোনয়নপত্রের সঙ্গে জামানতের টাকা জমা দেওয়া হয়নি ইত্যাদি।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন ছিল। ওদিন রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পরেছিল ২ হাজার ৭১৬টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আজ মঙ্গলবার ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৬, ফরিদপুর অঞ্চলে ৫, চট্টগ্রাম অঞ্চলে ৬, ময়মনসিংহ অঞ্চলে ৯, বরিশাল অঞ্চলে ২, খুলনা অঞ্চলে ৮, রংপুর অঞ্চলে ২, সিলেট অঞ্চলে ১ ও কুমিল্লা অঞ্চলে ৩টি আবেদন জমা পড়েছে। প্রথম দিন রাজশাহী অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার আপিল আবেদনকারীদের মধ্যে ৩০ জন স্বতন্ত্র, আওয়ামী লীগের একজন এবং জাতীয় পার্টি তিনজন প্রার্থী রয়েছেন। আপিলকারীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আল মামুন। মুন্সিগঞ্জ–১ আসনে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত যশোর–১ আসনে মো. আক্তারুজ্জামান, খুলনা–৬ আসনে শফিকুল ইসলাম মধু, কুমিল্লা–২ আসনে এটিএম মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে উভয়ের জন্যই আপিল করা যায়। আপিল করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আপিল করতে পারবেন। আপিল শুনানি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেব।’
শাহজাহান ওমর কেন এসেছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার বিষয় না।’
অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ বিষয়ে সিইসি বলেন, ‘আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।’
যেসব কারণে প্রার্থিতা বাতিল
সমর্থনসূচক তালিকা অসম্পূর্ণ ও অসংগতি, হলফনামায় স্বাক্ষর নেই, শিক্ষাগত যোগ্যতা যথাযথ প্রমাণ দাখিল করতে না পারা, ১% ভোটারের প্রয়োজনীয় সংখ্যা স্বাক্ষরযুক্ত কপি সংযুক্ত না করা, ১% সমর্থনসূচক তালিকার গরমিল, আয়কর রিটার্নের কাগজ দাখিল না করা, কর খেলাপি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর অতিক্রান্ত না হওয়া, ঋণ খেলাপি, লাভজনক পদ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পদত্যাগপত্র জমা না দেওয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে রয়েছেন, মনোনয়নপত্রের সঙ্গে জামানতের টাকা জমা দেওয়া হয়নি ইত্যাদি।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন ছিল। ওদিন রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পরেছিল ২ হাজার ৭১৬টি।
রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭ সালের ৩ সেপ্টেম্বর) তাঁদের চাকরিচ্যুত করা হয়। সেই ৮৫ জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে আজ সোমবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ৮৫ জন উপজেলা নির্বাচন...
১ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্যপদে বদলি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানায়।
২ ঘণ্টা আগেঅর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদসহ ২০ জনের নামে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ সীমা লংঘন করে একটি রেষ্টুরেন্টের নামে প্রায় শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
৩ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার (১৮ আগস্ট) পৃথক প্রজ্ঞাপনে এসব পদে রদবদল করেছে।
৪ ঘণ্টা আগে