নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড় মোখার কারণে সতর্কতা হিসেবে সরকার গত শুক্রবার রাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রেখেছে। এ জন্য রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে লোডশেডিং। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট।
আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছেন, গ্যাস ও বিদ্যুতের লোডশেডিং আগামী দুই দিনের মধ্যে উন্নতি হবে। তবে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে।
নসরুল হামিদ বলেন, ‘দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটি গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। আর যেটি উপকূলের কাছাকাছি আছে সেখান থেকে শিগগিরই এলএনজি সরবরাহ শুরু হবে। এতে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে এখনকার চেয়ে ভালো হবে। গভীর সমুদ্রে থাকা ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে।’
পেট্রোবাংলার হিসেবে দেখা যায় দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা আছে ৩ হাজার ৭ শ ৬০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। কিন্তু গড়ে সরবরাহ করা হয় ২ হাজার ৬ শ থেকে ২ হাজার ৭ শ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। এর মধ্যে গড়ে ৬৫০ এমএমসিএফডি এলএনজি আকারে আমদানি করা হয় এবং বাকিটুকু দেশীয় উৎস থেকে আসে।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার দৈনিক গ্যাস সরবরাহ প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ৬২৪–৭৩৩ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস।
হঠাৎ করে জাতীয় গ্রিডে ৬৫০ মিলিয়ন কিউবিক ফুটের মতো গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা ও তীব্র গ্যাস সংকট।
ঘূর্ণিঝড় মোখার কারণে সতর্কতা হিসেবে সরকার গত শুক্রবার রাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রেখেছে। এ জন্য রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে লোডশেডিং। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট।
আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছেন, গ্যাস ও বিদ্যুতের লোডশেডিং আগামী দুই দিনের মধ্যে উন্নতি হবে। তবে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে।
নসরুল হামিদ বলেন, ‘দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটি গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। আর যেটি উপকূলের কাছাকাছি আছে সেখান থেকে শিগগিরই এলএনজি সরবরাহ শুরু হবে। এতে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে এখনকার চেয়ে ভালো হবে। গভীর সমুদ্রে থাকা ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে।’
পেট্রোবাংলার হিসেবে দেখা যায় দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা আছে ৩ হাজার ৭ শ ৬০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। কিন্তু গড়ে সরবরাহ করা হয় ২ হাজার ৬ শ থেকে ২ হাজার ৭ শ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। এর মধ্যে গড়ে ৬৫০ এমএমসিএফডি এলএনজি আকারে আমদানি করা হয় এবং বাকিটুকু দেশীয় উৎস থেকে আসে।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার দৈনিক গ্যাস সরবরাহ প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ৬২৪–৭৩৩ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস।
হঠাৎ করে জাতীয় গ্রিডে ৬৫০ মিলিয়ন কিউবিক ফুটের মতো গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা ও তীব্র গ্যাস সংকট।
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলে যাচ্ছে। শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের বদলে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে বিসিএসের আদলে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে।
১৮ মিনিট আগেমোবাইল ফোনে রিচার্জের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সারচার্জ প্রত্যাহারে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
২ ঘণ্টা আগে৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী ও ব্যাংকটির সাবেক পরিচালক নাসরিন ইসলামসহ ২১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল ও রাজশাহীর
২ ঘণ্টা আগে